বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। —ফাইল চিত্র।
সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষে কলকাতায় জোড়া সাংগঠনিক সভা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতী রাজ সম্মেলন উপলক্ষে শুক্রবার রাতে রাজ্যে আসার কথা নড্ডার। পরের দিন কোলাঘাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। কলকাতায় এসে শনিবার দ্বিতীয়ার্ধে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে মণ্ডল সভাপতি ও বুথ সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। দেখা করতে পারেন জয়ী পঞ্চায়েত সদস্যদের সঙ্গেও। রাতে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। তার পরে রবিবার জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে সংযুক্ত মোর্চা সম্মেলন হতে চলেছে। সেখানেও নড্ডার উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
নড্ডা এসে যখন দলের সংগঠনের হাল বুঝতে চাইছেন, সে সময়ে জেলা নেতৃত্বে রদবদল নিয়ে বিজেপিতে টানাপড়েন অব্যাহত। তিন দিনের মধ্যেই নতুন যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি বদলে দেওয়া হয়েছে! বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা থেকে টালিগঞ্জ ও যাদবপুর বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে নয়া সাংগঠনিক জেলা যাদবপুর। সেই জেলার সভাপতি হিসেবে রবিবার কুন্তল চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল, বুধবার তাঁর জায়গায় মনোরঞ্জন জোতদারের নাম ঘোষণা করেছে বিজেপি। কেন তিন দিনের মধ্যে সভাপতি বদল, তা নিয়ে অবশ্য দলের তরফে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “দলের সিদ্ধান্ত সব সময় সঠিক। অভ্যন্তরীণ, সাংগঠনিক বিষয়। দল যেটা ঠিক মনে করেছে, সেটাই করেছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy