উদ্ধার হওয়া অস্ত্র। নিজস্ব চিত্র।
রাজ্যে ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পর এ বার হাওড়ার টিকিয়াপাড়ায়।
মঙ্গলবার টিকিয়াপাড়ার বৈরাগী লেন এলাকায় একটি বেআইনি অস্ত্র কারখানায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পুলিশ সূত্রে খবর, এ দিন ৪০টি পিস্তল ছাড়াও পিস্তল তৈরির প্রচুর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
সিআইডি-র কাছ থেকে খবর পেয়ে এ দিন কারখানায় অভিযান চালানো হয়। রীতিমতো মুঙ্গের থেকে কারিগর এনে বেআইনি ভাবে অস্ত্র তৈরি করা হত বলে হাওড়া পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ধৃতদের তিন জনই ভিন রাজ্যের বাসিন্দা। ধৃতরা হল মহম্মদ আনোয়ার, মহম্মদ নীরাজ আনসারি এবং মহম্মদ সোহেল আলম। তিন জনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা।
আরও পড়ুন: গবেষণার স্বপ্ন গরাদেই আটকে গেল! জেলেই অনশনে মাও নেতা অর্ণব
অস্ত্র উদ্ধারের খবর পেয়েই এ দিন ঘটনাস্থলে আসেন হাওড়া পুলিশের কমিশনার তন্ময় রায়চৌধুরী-সহ শীর্ষ পুলিশ কর্তারা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে অনুমান পুলিশের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy