Advertisement
০৫ নভেম্বর ২০২৪

জল খেতে ভয় করে, বললেন বিচারপতি

আর্সেনিক দূষণের বহর ঘোর উদ্বেগজনক বলে পরিবেশকর্মীরা অভিযোগ করেই থাকেন। যার সূত্র ধরে রাজ্যে পানীয় জলের মান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বসলেন খোদ জাতীয় পরিবেশ আদালতের (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) বিচারপতি এস পি ওয়াংদি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৬ ০৩:৫৬
Share: Save:

আর্সেনিক দূষণের বহর ঘোর উদ্বেগজনক বলে পরিবেশকর্মীরা অভিযোগ করেই থাকেন। যার সূত্র ধরে রাজ্যে পানীয় জলের মান নিয়ে আশঙ্কা প্রকাশ করে বসলেন খোদ জাতীয় পরিবেশ আদালতের (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) বিচারপতি এস পি ওয়াংদি। সোমবার এজলাসে বসে বিচারপতি বলেন, ‘‘আমি তো এখানে জল খেতেই ভয় পাচ্ছি। মনে হচ্ছে, আর্সেনিক নেই তো!’’ এ দিন ট্রাইব্যুনালে বিচারপতি ওয়াংদি ও বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চে রাজ্যের আর্সেনিক দূষণ সংক্রান্ত মামলার শুনানি ছিল। তা চলাকালীন বিচারপতির এই মন্তব্য। মামলাটি দায়ের করার পরে পরিবেশকর্মী সুভাষ দত্ত কেন্দ্রীয় ভূ-জল পর্ষদের একটি রিপোর্ট কোর্টে জমা দিয়েছিলেন। তাতে বলা হয়— পশ্চিমবঙ্গের বিভিন্ন জল সরবরাহ কেন্দ্রে আর্সেনিক শোধন যন্ত্রগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না।

অন্য বিষয়গুলি:

judge unsafe water
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE