কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র ।
তিনি ‘ভগবান’ নন, ‘শয়তান’ হয়ে গিয়েছেন! আদালতে শুনানি চলাকালীন এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার প্রাথমিক নিয়োগ নিয়ে অনিয়মের একটি মামলার শুনানি চলছিল। এজলাসে তখন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হঠাৎই শুনানিতে উপস্থিত হন এক মহিলা। ওই মহিলা অন্য এক মামলা নিয়ে বিচারের আশায় বিচারপতির দিকে এগিয়ে আসেন। এর কিছু ক্ষণ পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা যায় ওই কথা।
এজলাসে মহিলার সঙ্গে বিচারপতির কথোপকথন ছিল এই রকম:
মহিলা (করুণ মুখে): ধর্মাবতার, আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।
বিচারপতি গঙ্গোপাধ্যায়: এখন তো কোনও মামলার মেনশন হচ্ছে না। আর তা ছাড়া এ ভাবে বলছেন কেন? এ ভাবে কি মামলা করা যায়?
মহিলা: বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েক বার আত্মহত্যা করতে গিয়েছিলাম। বাচ্চার মুখ চেয়ে করতে পারিনি। এর আগে মামলা করে কিছু হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে আমরা ভগবানের মতো দেখি।
বিচারপতি গঙ্গোপাধ্যায় (আক্ষেপের সুরে): আমি আর আগের মতো নেই। আর আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান!
মহিলা: এ ভাবে বলবেন না! আপনি দেশের জন্য যা করেছেন, তা অতুলনীয়। আপনাকে অনেক ধন্যবাদ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়: আপনার মামলার নম্বর কত? দিয়ে যান, বুধবার বিষয়টি দেখতে পারি।
এর পরই এজলাস ছেড়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যান ওই মহিলা। কয়েক জন আইনজীবী তাঁকে তুলে ধরেন। মহিলা জানান, মাথা ঘুরে যাওয়ার কারণেই তিনি পড়ে গিয়েছিলেন। এর পর ধীরে ধীরে এজলাস ছেড়ে বেরিয়ে যান ওই মহিলা।
মহিলা যাওয়ার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর উদ্দেশে বলেন, ‘‘সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy