Advertisement
০২ নভেম্বর ২০২৪

বিশ্বভারতীর উপাচার্যের অপসারণ: ফের ফাইল গেল রাষ্ট্রপতির কাছে

বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে তাঁর পদ থেকে সরানোর জন্য ফের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে ফাইল পাঠালো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪৯
Share: Save:

বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে তাঁর পদ থেকে সরানোর জন্য ফের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে ফাইল পাঠালো কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

একাধিক অনিয়মের অভিযোগে গত নভেম্বর মাসে সুশান্তবাবুকে বরখাস্ত করার সুপারিশ করে প্রণববাবুর কাছে আবেদন জানিয়েছিল স্মৃতি ইরানির মন্ত্রক। কিন্তু সে সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলি খতিয়ে দেখার জন্য স্মৃতির মন্ত্রককে পরামর্শ দেন রাষ্ট্রপতি। সেই মতো আইনগত দিকগুলি খতিয়ে দেখতে কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে ফাইলটি পাঠিয়ে দেয় স্মৃতির মন্ত্রক। গত সপ্তাহে গোটা বিষয়টি বিশ্লেষণ করে সুশান্তবাবুর ফাইলটি স্মৃতি ইরানির মন্ত্রককে ফিরিয়ে দেয় আইমন্ত্রক। বলা হয়, এ বিষয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক যা সুপারিশ করেছে তা আইনগত ভাবে যুক্তিসঙ্গত। আইনমন্ত্রকের ছাড়পত্র পাওয়ার এসে যাওয়ায় এবার ওই ফাইলটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিলেন স্মৃতি ইরানি।

অন্য বিষয়গুলি:

human resource ministry sends file
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE