ব্রেবোর্ন রোড এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য উড়ালপুল ও রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কলকাতা পুলিশ। এ বার হাওড়ার দিকেও যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল হাওড়া সিটি পুলিশ। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, যে ক’দিন ব্রেবোর্ন রোড উড়ালপুল বন্ধ থাকবে, সেই দিন গুলোয় কোনও ভারী গাড়ি, অর্থাৎ ট্রাক বা লরি শহরে ঢুকতে দেওয়া হবে না। এমনকী, মঙ্গলাহাটের জন্য যে সব ট্রাক বা ট্রেলার রবিবার থেকে ঢুকতে শুরু করে, বন্ধ রাখা হবে তা-ও। পাশাপাশি রুট বদলে দেওয়া হবে বাস ও মিনিবাসের।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, ব্রেবোর্ন রোড উড়ালপুল বন্ধ থাকার জন্য এবং ওই এলাকায় যানবাহনের চাপ কমানোর জন্য আগামী ৯, ১০, ১১ তারিখ হাওড়ার দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ঠিক হয়েছে, হাওড়া ও উত্তর কলকাতার মধ্যে যাচায়াতের জন্য হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে। হাওড়া থেকে যে সব গাড়ি ধর্মতলা ও দক্ষিণ কলকাতার দিকে যাবে, সেগুলিকে বিদ্যাসাগর সেতু দিয়ে পৌঁছতে হবে। আবার বালির দিক থেকে ধর্মতলায় যেতে চাইলে বালি ব্রিজ দিয়ে যেতে হবে।
হাওড়া ময়দান এলাকা ও বঙ্কিম সেতুতে যানবাহনের চাপ কমানোর জন্য ওই তিন দিন ওই সেতু-সহ সংলগ্ন এলাকায় টোটো, রিকশা ইত্যাদি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ঠিক হয়েছে, রবিবার রাত থেকে আসতে থাকা মঙ্গলাহাটের ব্যবসায়ীদের লরি বা ট্রাক ওই তিন দিন শহরে ঢুকতে দেওয়া হবে না। সে কথা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জানিয়েও দেওয়া হবে। বাস ও মিনিবাস মালিক এবং চালকদের সংগঠনগুলিকে ট্র্যাফিকের দিক পরিবর্তনের কথা জানানো হবে। তাঁরা যদি এ ব্যাপারে কোনও পরামর্শ দেন, তা-ও আলোচনা করে দেখা হবে।
হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক সুমনজিৎ রায় বলেন, ‘‘ট্র্যাফিক নিয়ন্ত্রণের বিষয়গুলি বিভিন্ন রাস্তায় ফ্লেক্সে লিখে টাঙিয়ে দেব। পাশাপাশি দু’টি গুরুত্বপূর্ণ জায়গায় এলইডি স্ক্রিন লাগানো হবে। তাতেই সমস্ত নির্দেশ দেওয়া থাকবে, যাতে কারও বুঝতে অসুবিধা না হয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy