Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দূষণ-মামলায় তলব তিন রেলকর্তাকে

এ দিন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী আদালতে জানান, রেল কোনও ব্যবস্থা নেয়নি। তারা কোনও স্টেটাস রিপোর্টও জমা দিতে পারেনি। তার পরেই শীর্ষ কর্তাদের তলব করেছে আদালত।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৭ ০৩:২৮
Share: Save:

হাওড়ার রেল ইয়ার্ড, স্টেশন এবং লাইন অপরিষ্কার থাকার দৃশ্য নতুন নয়। এর ফলে দূষণের অভিযোগও উঠেছে একাধিক বার। সেই সংক্রান্ত একটি মামলায় এ বার হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-সহ তিন পদস্থ কর্তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত।

হাওড়া স্টেশনের দূষণ নিয়ে মামলা করেছিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তার শুনানিতেই বৃহস্পতিবার বিচারপতি এস পি ওয়াংদি এবং বিশেষজ্ঞ-সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। দূষণ ঠেকাতে রেলকে একগুচ্ছ নির্দেশও দিয়েছিল আদালত। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে সেগুলি পর্যবেক্ষণ করতে বলা হয়েছিল।

কিন্তু এ দিন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী আদালতে জানান, রেল কোনও ব্যবস্থা নেয়নি। তারা কোনও স্টেটাস রিপোর্টও জমা দিতে পারেনি। তার পরেই শীর্ষ কর্তাদের তলব করেছে আদালত।

পাশাপাশি আদালত রেলকে বলেছে, হাওড়া স্টেশন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা তৈরি করতে হবে। ওই এলাকায় বহু রেস্তোরাঁ চলছে পরিবেশ ছাড়পত্র ছাড়াই। সেগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছে আদালত। সুভাষবাবু এ দিন হাওড়া রেল ইয়ার্ডেরও কিছু ছবি জমা দেন। তাতে দেখা গিয়েছে, সেখানে বর্জ্য জমে রয়েছে। সেগুলি এলাকার নিকাশি ব্যবস্থাকে খারাপ করেছে বলে অভিযোগ করেন সুভাষবাবু।

অন্য বিষয়গুলি:

Rail Summons Pollution case
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE