সেতুর রেলিংয়ের উপরে উঠছেন এক তরুণী। বেগতিক দেখে কয়েক জন পথচারী তাঁর হাত চেপে ধরলেন। টেনে নামালেন রেলিং থেকে। পরে পুলিশ ওই তরুণীকে তাঁর পরিবারের হাতে তুলে দেয়।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালি ব্রিজে। পুলিশ জানিয়েছে, কুড়ি বছরের ওই তরুণী জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করতে সেতুর রেলিংয়ে উঠেছিলেন। তাঁর বাড়ি এন্টালির পদ্মপুকুরে। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওই তরুণীকে বেশ কিছু ক্ষণ ব্রিজের বালিমুখী রাস্তায় ঘোরাঘুরি করতে দেখেন পথচারীরা। এর পরে আচমকাই তাঁকে রেলিংয়ে উঠতে দেখা যায়। পথচলতি মানুষজনের পাশাপাশি যানবাহন চালকেরাও গাড়ি থামিয়ে তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে মহিলা সিভিক ভলান্টিয়ার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, এ দিন সকালে অশান্তির পরে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই তরুণী। প্রথমে তিনি বাসে দক্ষিণেশ্বর চলে আসেন। তার পরে হেঁটে আসেন বালি ব্রিজে। দুপুরে ওই তরুণীর স্বামী থানায় এসে তাঁকে নিয়ে যান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy