ছবি: সুব্রত জানা।
এলাকার বেশিরভাগ নলকূপ খারাপ। তার উপর নলবাহিত পরিস্রুত পানীয় জল প্রায় এক মাস ধরে বন্ধ। ফলে প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন উলুবেড়িয়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের নিমদিঘি এলাকার বাসিন্দারা। পানীয় জলের দাবিতে শুক্রবার তাঁরা ঘণ্টা তিনেক নিমদিঘি-উলুবেড়িয়া স্টেশন রোড অবরোধ করেন । শেষপর্যন্ত পুর কর্তৃপক্ষের আশ্বাস পেলে অবরোধ তুলে নেওয়া হয়। জলের সমস্যা নিয়ে পুর কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় জলের নতুন পাইপ লাইন বসানোর কাজ চলছে। তাই এই অবস্থা। তবে সপ্তাহ খানেকের মধ্যে সমস্যা মিটে যাবে। তা ছাড়া পাইপ লাইনে যে আসত কী কারণে তা বন্ধ হয়ে গিয়েছে খোঁজ নিয়ে দ্রুত সারানোর ব্যবস্থা হবে।
বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। অনেক নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। সেগুলি সারানোর কোনও লক্ষণই নেই। তার উপর পাইপে করে যে পানীয় জল আসত তা এতটাই সরু যে কোনও লাভ হয় না। গরমে নিরুপায় হয়ে সেই জলই সংগ্রহ করতেন তাঁরা। কিন্তু গত এক মাস ধরে তাও বন্ধ। স্থানীয় কাউন্সিলর রবিউল হক মোল্লার কাছে গেলে তিনি কোনও আশ্বাস দিতে পারেননি। তাই প্রশাসনের টনক নাড়াতে রাস্তা অবরোধ করতে হয়েছে। যদিও রবিউল জানান, কেন সমস্যা হচ্ছে তা বাসিন্দাদের জানানো হয়েছে। চেষ্টা চলছে শীঘ্র সমস্যা সমাধানের। তারপরেও বাসিন্দারা অবরোধ করেন।
পুরসভার ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান বলেন, ‘‘পাইপ লাইনের কাজ চলায় ওই এলাকায় সমস্যা হচ্ছে। কাজ শেষ হলেই জলের সমস্যা মিটে যাবে। তবে আপাতত সমস্যা মেটাতে ওই এলাতায় পুরসভার জলের গাড়ি পাঠানো যায় কিনা সেটা দেখছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy