আন্টিলায় উদ্বোধন হচ্ছে কার্যালয়। শুক্রবার। ছবি: সুব্রত জানা।
তিন বছর আগে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে বাগনানের আন্টিলায় দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছিল সিপিএম। বিধানসভা ভোটের মুখে শুক্রবার ফের কার্যালয়টি খোলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা। বাগনানের সিপিএম প্রার্থী মীনা ঘোষ মুখোপাধ্যায়-সহ হাজির ছিলেন দলের বেশ কয়েক জন কর্মী-সমর্থক এবং জোটসঙ্গী কংগ্রেসের লোকজনও।
দু’টি ঘর নিয়ে সিপিএমের এই শাখা কার্যালয়। ইটের দেওয়াল, টালির ছাউনি। সিপিএমের অভিযোগ ছিল, ২০১৩ সালের ৯ এপ্রিল তৃণমূলের লোকজন সেখানে হামলা চালায়। একটি ঘরের টালির চাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তছনছ করা হয় নথিপত্র। ওই দিন থেকেই বন্ধ ছিল দলীয় কার্যালয়। তৃণমূলের লাগাতার হুমকিতে এত দিন তাঁরা দলীয় কার্যালয় খুলতে পারেননি বলে সিপিএমের দাবি। প্রথম থেকেই হামলার অভিযোগ তৃণমূল মানেনি।
এ দিন কার্যালয়টি খোলা নিয়ে সিপিএমের বাগনান লোকাল কমিটির সম্পাদক আক্কেল আলি খাঁ বলেন, ‘‘এলাকায় দলের শক্তি বেড়েছে। নির্বাচনও এসে গিয়েছে। কর্মীরাই কার্যালয় ফের খোলার সিদ্ধান্ত নেন।’’ দলীয় কার্যালয়টি খোলার আগে প্রার্থীকে নিয়ে মিছিল এলাকা পরিক্রমা করে। তাতে সামিল হন কংগ্রেসের কর্মী-সমর্থকেরাও। সিপিএমের দলীয় পতাকার সঙ্গে উড়তে দেখা যায় কংগ্রেসের পতাকাও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy