রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্ব, মন্দিরতলা এলাকায়।
পুলিশ সূত্রের খবর, মৃতের নাম বৈদ্যনাথ পাল। জানা গিয়েছে, ৯২ বছর বয়সি অবসরপ্রাপ্ত ওই অধ্যাপক গত ২০ বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি হুগলির শ্রীরামপুর কলেজে শিক্ষকতা করতেন।
বৈদ্যনাথের পরিবার সূত্রের খবর, সোমবার বিকেলে বৃদ্ধ নিজের ঘরে টিভি দেখছিলেন। তার কিছু ক্ষণ বাদে বাড়ির বাইরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দাবি করা হয়েছে, বাড়ির পাঁচতলা ছাদ থেকে ঝাঁপ দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক।
আরও পড়ুন:
মৃতের পরিবারের এক সদস্য জানাচ্ছেন, যখন বৈদ্যনাথকে উদ্ধার করা হয়, তখনও তিনি বেঁচে ছিলেন। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে তিনি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন বৈদ্যনাথ। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। মৃতের পরিবারে স্ত্রী ছাড়াও দুই মেয়ে, দুই জামাতা এবং নাতি-নাতনিরা রয়েছেন।