বাড়ির সামনে খেলা করছিল আড়াই বছরের শিশু। বাড়ির মধ্যে তার বাবা তখন রামনবমীর মিছিলে যাবেন বলে তৈরি হচ্ছিলেন। আচমকা বিকট শব্দ। বাইরে বেরিয়ে তিনি দেখেন, পুত্র রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। শরীরে কোনও সাড়া নেই! পুরসভার গাড়ি পিষে দিয়েছে তাকে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধও করেন স্থানীয়েরা।
স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ার ২২ নম্বর ওয়ার্ডের কড়াই ফ্যাক্টরি এলাকার বাসিন্দা অখিল গর। সপরিবার থাকতেন ওই এলাকাতেই। রবিবার সকালে তাঁর আড়াই বছরের পুত্র অংশ বাড়ির সামনে খেলছিল। সেই সময়ই আর্বজনা সাফাইয়ের পুরসভার একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
শিশুমৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। ঘটনার প্রতিবাদে টিএন মুখার্জি রোড অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। তাদের সামনেই বিক্ষোভ দেখান এলাকার মানুষ।
আরও পড়ুন:
মৃত শিশুর বাবার কথায়, ‘‘রামনবমীর মিছিলে যাওয়ার কথা ছিল। সেইমতো তৈরি হচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনে বাড়ির বাইরে এসে দেখি আমার ছেলেকে পিষে দিয়ে গিয়েছে পুরসভার গাড়ি।’’ তাঁর অভিযোগ, অতীতেও পুরসভার গাড়ি ওই এলাকায় আস্তে চালানোর কথা বলা হয়েছে। কিন্তু তারা কথা কানে তোলেনি। পুত্রের এই পরিণতি মেনে নিতে পারছে না অখিল। তাঁর দাবি, ‘‘এই ঘটনার বিচার চাই।’’