Advertisement
০৬ নভেম্বর ২০২৪
elephant

Elephant: হাতি ঢুকে পড়েছে গ্রামে! সকাল হতেই হুলুস্থুল কাণ্ড আরামবাগে, আশঙ্কায় স্থানীয়রা

মাঠপাড়া এলাকায় ধানের জমির কাছে দীর্ঘ ক্ষণ ঘুরতে দেখা যায় গজরাজকে। স্থানীয়দের আশঙ্কা, হাতিটি গ্রামে ঢুকে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হবে।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ২২:৪০
Share: Save:

দলছুট হয়ে বাঁকুড়ার জঙ্গল থেকে হুগলির গোঘাটের বদনগঞ্জ এলাকায় ঢুকে পড়ল হাতি। যার জেরে চাঞ্চল্য ছড়াল ওই এলাকায়। বৃহস্পতিবার রাতে হাতিটিকে আরামবাগের মলয়পুর মাঠপাড়া এলাকায় দেখতে পান স্থানীয়েরা। এর পরই বন দফতরকে খবর দেওয়া হয়।

মাঠপাড়া এলাকায় ধানের জমির কাছে দীর্ঘ ক্ষণ ঘুরতে দেখা যায় গজরাজকে। শুক্রবার সকাল থেকে স্থানীয়দের একটাই আশঙ্কা, হাতিটি গ্রামে ঢুকে পড়লে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। নষ্ট হতে পারে বহু চাষের জমি। স্থানীয়দের থেকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান আরামবাগ রেঞ্জের বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, বিষ্ণুপুর থেকে হুলা পার্টি এনে হাতিটিকে আবার জঙ্গলে ফিরিয়ে দেওয়া হবে। শুক্রবার বিকেলে হাতিটিকে মলয়পুর থেকে পূর্ব বর্ধামানের কাছে বাতানলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই হাতিটিকে পর্যবেক্ষণে রেখেন তাঁরা। কী ভাবে হাতিটিকে আবার বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠানো যায়, সেই চালাচ্ছেন বনকর্মীরা।

অন্য বিষয়গুলি:

elephant Bankur Hooghly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE