প্রতীকী ছবি।
কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টির ভ্রূকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার পর্যন্ত চলতে পারে সেই বৃষ্টি।
পশ্চিমী ঝঞ্ঝা বাধা না হয়ে দাঁড়ালে আগামী সপ্তাহ জুড়েই ঠান্ডা বজায় থাকার সম্ভাবনা ছিল। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরেই উত্তুরে হাওয়া আটকে গিয়ে সপ্তাহের গোড়াতেই তাপমাত্রা বাড়তে বলে মনে করছেন আবহবিদদের একাংশ। বঙ্গোপসাগরে ঘনীভূত জলীয় বাষ্প পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় ফসল বিশেষত সব্জি চাষের ক্ষতি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সেই সঙ্গে চলবে হালকা বৃষ্টি। বুধ এবং বৃহস্পতিবার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভবনা। শুক্রবার সকাল থেকে বৃষ্টি কমে আসার সম্ভবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy