ফাইল চিত্র।
মৃত ছাত্রনেতা আনিস খানের কাকা আলেম খানের বাড়িতে দুষ্কৃতীদের হামলার চেষ্টার অভিযোগ উঠল। সোমবার রাতে আমতার সারদা গ্রামের সেই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, ‘‘অভিযোগটি নিয়ে খোঁজখবর করা হবে।’’
আলেমের ছেলে সলমন খানের অভিযোগ, সোমবার রাত ১২টা নাগাদ চারজন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে জড়ো হয়। তাদের মধ্যে একজন বাড়ির পিছনের গ্রিল টপকে ভিতরে ঢুকে পড়ে। সলমনের মা সেটা দেখতে পেয়ে চিৎকার করলে তারা চম্পট দেয়।
তবে এটাই প্রথম নয়। সলমনের অভিযোগ, গত ২০ জুন রাতে কয়েকজন ব্যক্তি রাতে তাঁদের বাড়িতে হানা দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সলমন বলেন, ‘‘তাছাড়া গত ২৬ জুন কুশবেড়িয়া পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হাসেম খান কয়েকজন অনুগামী নিয়ে স্থানীয় শিশুশিক্ষা কেন্দ্রে বৈঠক করেন। সেখানে হাসেম খান তাঁর অনুগামীদের বলে দেন, আনিসের খুনের ঘটনা নিয়ে যে সব প্রতিবাদী আন্দোলন হচ্ছে তা করতে দেওয়া যাবে না।’’ সলমনের অভিযোগ, দু’বারই পুরো বিষয়টি পুলিশে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
হাসেম অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘আনিস খানের মৃত্যুর ঘটনা নিয়ে আমাদের দলের ছেলেদের মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আমিও কোনও মন্তব্য করিনি। তা সত্ত্বেও আনিসের পরিজনরা আমাদের বিরুদ্ধে নানা কুকথা বলছেন।’’ গ্রামীণ পুলিশের এক কর্তার দাবি, পুরনো দু’টো অভিযোগেরই তদন্ত করা হয়েছে।
আনিসের পরিজনদের হুমকি বা ভয় দেখানোর অভিযোগ নতুন নয়। গত ৭ জুন আনিসের মামা নসিমউদ্দিন কাজীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। থানায় তদন্তের দাবিতে গেলে পুলিশ তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ জানান নাসিমউদ্দিন। আনিসের দাদা সাবির বলেন, ‘‘আনিসের খুনের প্রতিবাদে যাঁরাই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। এর একমাত্র উদ্দেশ্য, প্রতিবাদীদের মুখ বন্ধ করা।’’
আনিসের অপমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি, পুলিশ ও শাসক দলের নেতাদের হুমকির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও কর্মসূচি নিয়েছেন আমতার সারদা গ্রামের বাসিন্দা ও আনিস-ঘনিষ্ঠরা। কর্মসূচির অন্যতম উদ্যোক্তা জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চের সভাপতি অভীক নাগ বলেন, ‘‘আমাদের সন্দেহ কর্মসূচিটিবানচাল করার জন্যই আনিসের পরিবারের ঘনিষ্ঠদের নতুন করেহুমকি দেওয়া হচ্ছে। তবে কোনও হুমকির কাছেই মাথা নত করা হবে না। কর্মসূচি হবেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy