Advertisement
E-Paper

বিজেপি নেতার বাড়িতে ‘বোমা’, চাঞ্চল্য লিলুয়ায়

গোবিন্দের অভিযোগ, মঙ্গলবার রাতে মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। যদিও বোমা দু’টি ফাটেনি।  গোটা ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসি ক্যামেরায়।

Commotion has been created after a  Bomb was found in a BJP leader\'s house in Lilua

মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী এসে গোবিন্দ হাজরা নামে ওই নেতার বাড়িতে লক্ষ্য করে বোমা ছোড়ে। যদিও বোমা দু’টি ফাটেনি। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ০৬:৫০
Share
Save

এক নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার লিলুয়ার জগদীশপুরে। গোবিন্দ হাজরা নামে ওই নেতা বছর দুয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। গোবিন্দের অভিযোগ, মঙ্গলবার রাতে মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। যদিও বোমা দু’টি ফাটেনি।

গোটা ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসি ক্যামেরায়। অভিযোগে ওই নেতা আরও জানিয়েছেন, ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরেই তৃণমূল তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়ি-ঘর, অফিস ভাঙচুর করে। শাসকদলের অত্যাচারে প্রায় দু’বছর তিনি ঘরছাড়া ছিলেন। গত ২২ ফেব্রুয়ারি হাই কোর্টের নির্দেশে বাড়ি ফিরেছেন। এর পর থেকে ফের তাঁর উপরে নানা ভাবে আক্রমণের চেষ্টা চালাচ্ছে তৃণমূল।

প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত গোবিন্দ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন। তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগের তদন্ত শুরু করেছে লিলুয়া থানা।

তবে তদন্তকারীদের ধারণা, বোমা নয়, ওই নেতার বাড়ি লক্ষ্য করে তুলোয় মুড়ে বলের মতো কোনও জিনিস ছোড়া হয়েছে। সেই ঘটনাটিও ঘটেছে দিন দুয়েক আগে। পুলিশ জানিয়েছে, বলের মতো জিনিসটি গোবিন্দদের বাড়ির বারান্দায় ফেলে যাওয়া হয়েছে। কিন্তু কেন সেগুলি গত দু’দিনে কারও চোখে পড়ল না, তা স্পষ্ট হয়নি। তবে গোবিন্দের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের হাওড়া জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ বলেন, ‘‘সব নাটক। তদন্ত করলেই তথ্য বেরিয়ে আসবে। ওই নেতা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন। আদালত খারিজ করায় এ সব বলছেন।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bombs BJP Leader

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}