Advertisement
০৬ অক্টোবর ২০২৪

আজ স্বরাষ্ট্র বাজেট, নেই মুখ্যমন্ত্রীর পুলিশ-প্রশ্ন

চার বছরে এক বারই মাত্র স্বাস্থ্য দফতরের একটি প্রশ্নের একটি অংশের জবাব নিজে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট সাপ্তাহিক দিনে বারবার প্রশ্নোত্তর-পর্বই বাতিল হয়েছে। এ বার মুখ্যমন্ত্রী এবং প্রশ্নোত্তর-পর্ব দু’টোই থাকছে। কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রীর জন্য স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্ন তালিকায় নেই!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:৪৫
Share: Save:

চার বছরে এক বারই মাত্র স্বাস্থ্য দফতরের একটি প্রশ্নের একটি অংশের জবাব নিজে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট সাপ্তাহিক দিনে বারবার প্রশ্নোত্তর-পর্বই বাতিল হয়েছে। এ বার মুখ্যমন্ত্রী এবং প্রশ্নোত্তর-পর্ব দু’টোই থাকছে। কিন্তু সেখানেও মুখ্যমন্ত্রীর জন্য স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্ন তালিকায় নেই!

দফাওয়াড়ি বাজেট অধিবেশনে আজ, শুক্রবার পুলিশ বা স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী উপস্থিতও থাকবেন সভায়। অথচ তাঁরই হাতে থাকা স্বরাষ্ট্র দফতরের কোনও প্রশ্ন তালিকায় না থাকায় ক্ষুব্ধ বিরোধীরা। মমতা-সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর ক্ষোভ-অভিযোগ রয়েছে বিরোধীদের। কিন্তু এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনও প্রশ্নের জবাব পাওয়ার সুযোগ তাঁরা পাচ্ছেন না। বিধায়কদের কাছে বৃহস্পতিবার যে প্রশ্ন-তালিকা বিলি হয়েছে, তাতেও দেখা গিয়েছে শুক্রবারের প্রথম ১০টি প্রশ্নের মধ্যে বেশির ভাগই পঞ্চায়েত, খাদ্য ও জনস্বাস্থ্য দফতরের। প্রথম ১০টি প্রশ্নের পরে রয়েছে স্বাস্থ্যের প্রশ্ন। সেই প্রশ্নও শেষ পর্যন্ত আলোচিত হওয়ার সময় মিলবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে বিধায়কদের মধ্যে।

নানা কৌশলে মুখ্যমন্ত্রী বারবার নিজের গুরুত্বপূর্ণ দফতরের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধীরা। এ বারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলায় বিরোধীরা সরব। মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় আসবেন বলে এমনিতেই পঞ্চায়েত দফতরের বাজেট পিছিয়ে দেওয়া হয়েছে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। হঠাৎ এই সূচি বদলের প্রতিবাদ জানিয়ে বৈঠক থেকে বুধবারই বেরিয়ে এসেছিলেন কংগ্রেসের পরিষদীয় নেতারা। মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দফতরের প্রশ্ন না থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেসের পরিষদীয় নেতা মহম্মদ সোহরাব। বামেদের তরফে প্রাক্তন পরিষদীয় মন্ত্রী প্রবোধ সিংহও একই প্রশ্ন তুলেছেন।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুলিশ বাজেট হলেও আজ অবশ্য বিরোধী শিবিরের বক্তা তালিকায় তেমন ওজনদার নাম থাকছে না। সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের জন্য বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অধিবেশনে থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন।

রাজ্য কমিটির সদস্য হলেও আনিসুর রহমানকে অবশ্য বাজেটের সময় থাকতে বলা হয়েছে সূর্যবাবুর অনুপস্থিতির জন্যই। কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক মানস ভুঁইয়াও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাজেট-বিতর্কে বক্তা নন! তাঁদের হয়ে বিতর্কে অংশ নেওয়ার কথা অসিত মিত্র ও মনোজ চক্রবর্তীর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE