১৮২৬ সালে যে ভবনে হিন্দু কলেজের ক্লাস শুরু হয়েছিল, ‘হেরিটেজ’ তকমা পাচ্ছে সেটি। ১বি বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের ওই ভবনে এখন রয়েছে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ। পাশেই হিন্দু স্কুল। হিন্দু কলেজের ওই ভবনটিতে আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তরফে ফলক বসানো হবে বলে জানিয়েছেন হিন্দু স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি সামন্ত।
১৮১৭ সালের ২০ জানুয়ারি গরানহাটার একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠা হয় হিন্দু কলেজের। বেশ কয়েকটি জায়গা ঘুরে ১৮২৬ সালে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের ওই ভবনে শুরু হয় হিন্দু কলেজের পঠনপাঠন। কিন্তু ১৮৫৪ সাল নাগাদ হিন্দু কলেজের জুনিয়র বিভাগ ভাগ হয়ে নাম হয় হিন্দু স্কুল। হিন্দু কলেজের নাম হয় প্রেসিডেন্সি কলেজ। তবে একই ভবনে কলেজ এবং স্কুলের পঠনপাঠন চলতে থাকে।
১৮৭৪ সাল নাগাদ পৃথক ভবনে স্থানান্তরিত হয় প্রেসিডেন্সি কলেজ, বর্তমান যা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। পরে হিন্দু স্কুলের পৃথক ভবন হয়। হিন্দু কলেজের পুরনো ভবনে সংস্কৃত শিক্ষার প্রসারের কাজ শুরু করে বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ। এখনও ওই ভবন থেকেই পরিষদ টোলের পরীক্ষা পরিচালনা করে। স্কুলশিক্ষা দফতরের অধীনে থাকা ওই ভবনটির সংস্কারও হয়েছে সম্প্রতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy