Advertisement
০৫ নভেম্বর ২০২৪

লগ্নি সংস্থার টাকা ফেরাতে উদ্যোগী কোর্ট

বেসরকারি লগ্নি সংস্থা এমপিএসের আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে বলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একটি জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার এমপিএসের আইনজীবী কিশোর দত্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চকে জানান, তাঁর মক্কেল ৬ দফায় দু’বছরের মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে চান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০৩:১৬
Share: Save:

বেসরকারি লগ্নি সংস্থা এমপিএসের আমানতকারীদের টাকা দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে বলল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

একটি জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার এমপিএসের আইনজীবী কিশোর দত্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চকে জানান, তাঁর মক্কেল ৬ দফায় দু’বছরের মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে চান। ক’দফায়, কী ভাবে টাকা ফেরত দিতে চায় ওই সংস্থা, তা প্রস্তাব আকারে আদালতে পেশ করে কিশোরবাবু অনুরোধ করেন, বিদেশি লগ্নিকারীরা ওই সংস্থায় বিনিয়োগ করতে পারবে, এমন নির্দেশ আদালত দিলে আমানতকারীদের দ্রুত টাকা ফেরত দিতে আরও সুবিধা হবে। তাঁর মক্কেলের সংস্থার অনেক জমি রয়েছে। জমি বিক্রি করেও আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যায়। এমপিএসের-ই অন্য একটি সংস্থার আইনজীবী জয়দীপ করও আদালতে জানান, আমানতকারীদের টাকা ফেরত নিয়ে সেবি সম্পত্তির মূল্য নির্ধারক কোনও সংস্থাকে দিয়ে তাদের সম্পত্তি যাচাই করুক। প্রধান বিচারপতি জানান, আমানতকারীদের টাকা যত শীঘ্র সম্ভব ফেরত দিতে হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE