Advertisement
২৮ নভেম্বর ২০২৪
State News

গ্রুপ ডি চাকরির দাবিতে অবস্থান, গ্রেফতার

আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৪
Share: Save:

চতুর্শ শ্রেণির (গ্রুপ ডি) পদের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অবস্থানে আপত্তি করল পুলিশ। ‘ওয়েটিং লিস্ট’-এ থাকা এই প্রার্থীরা বুধবার গাঁধীমূর্তির নীচে অবস্থান করতে গেলে তাঁদের ১২০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে আশিস খামরুই জানিয়েছেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করলেও দীর্ঘদিন তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন। এ ব্যাপারে নবান্নের সংশ্লিষ্ট বিভাগে বারবার যোগাযোগ করেও কাজ না হওয়ায় এ দিন থেকে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছিল। তাঁদের দাবি, অবস্থানের জায়গাটি সেনাবাহিনীর হওয়ায় তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশ শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধাই দেয়।

অন্য বিষয়গুলি:

Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy