রাজ্যপাল সিভি আনন্দ বোসের হার্টে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। মঙ্গলবার সকালেই তাঁকে কমান্ড হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের এক হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার সকালে আচমকাই অসুস্থবোধ করেন রাজ্যপাল বোস। তড়িঘড়ি খবর দেওয়া হয় চিকিৎসকদের। রাজভবনে এসে তাঁরা রাজ্যপালের স্বাস্থ্যপরীক্ষা করেন। তার পরেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শেই রাজ্যপালকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার দিনভর সেখানেই চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল।
সূত্রের খবর, সোমবারই স্থির হয় রাজ্যপালকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে। সেই মতো মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বোসকে বাইপাসের ধারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। তাঁর নানা রকম পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে অস্ত্রোপচার হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। স্বাস্থ্যপরীক্ষার সব রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন:
সোমবার অনেকেই দাবি করেন, চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্যপালের একাধিক ‘হার্ট ব্লকেজ’-এর কথা জানতে পারেন। তবে বিকেলে রাজভবন সেই দাবি নস্যাৎ করে জানায়, বুকে নয়, কাঁধে সামান্য ব্যথা অনুভব করেছিলেন রাজ্যপাল। তবে এখন তিনি সুস্থই আছেন। রাজভবনের তরফে আরও জানানো হয়, কয়েক দিন ঘোরাঘুরির কারণে রাজ্যপাল অসুস্থ হয়ে পড়েন। যদিও মঙ্গলবার রাজ্যপালের ‘হার্ট ব্লকেজ’-এর খবরই পাওয়া গিয়েছে। সোমবার শালবনিতে যাওয়ার আগে কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।