শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। —নিজস্ব চিত্র।
প্রায় ১০ কোটি টাকা প্রতারণার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হল। রবিবার শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। রবিবার তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন শ্যামাপ্রসাদ। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৩৪ বছর ধরে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান পদেও দায়িত্ব সামলেছেন তিনি। ওই পুরসভার পুরপ্রধান থাকাকালীনই দশ কোটি টাকারও বেশি টাকার আর্থিক বেনিয়মের অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপকুমার দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। শ্যামাপ্রসাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গ এবং ৪০৯ ধারায় পদে থেকে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy