সোমনাথ চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।
লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণেই রেখেছেন চিকিৎসকেরা। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। যা তাঁর বয়সের নিরিখে উদ্বেগের কারণ। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি। দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে সোমবার শারীরিক পরীক্ষা করাতে গিয়েছিলেন সোমনাথবাবু। তখনই তাঁকে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তাঁর এমআরআই করা হয়েছে বুধবার। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রমুখ বৃহস্পতিবার তাঁকে দেখতে গিয়েছিলেন। আহমেদ পটেলের মতো কংগ্রেসের সর্বভারতীয় নেতাও সোমনাথবাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy