Advertisement
০৩ জানুয়ারি ২০২৫

পুরসভার প্রাক্তন সচেতক প্রয়াত

সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির সদস্য অমলবাবু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই এ দিন তাঁর মৃত্যু হয়।

অমল মিত্র।—নিজস্ব চিত্র।

অমল মিত্র।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ০২:৪৭
Share: Save:

কলকাতা পুরসভায় বামফ্রন্টের প্রাক্তন মুখ্য সচেতক এবং সিপিএম নেতা অমল মিত্রের (৭৩) মৃত্যু হল রবিবার। যাদবপুরের সিপিএম নেতা অমলবাবু পরপর পাঁচ বার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। যাদবপুর ও বেহালা কলকাতা পুর-এলাকায় অন্তর্ভুক্ত হওয়ার পিছনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। পুরসভার ১১ নম্বর বরো-র প্রথম চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির সদস্য অমলবাবু হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই এ দিন তাঁর মৃত্যু হয়। শেষকৃত্য হয়েছে গড়িয়া শ্মশানে। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ী অমলবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোক জানিয়েছেন অন্যান্য দলের পুরসভার নেতারাও।

অন্য বিষয়গুলি:

Amal Mitra Chief Whip KMC Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy