Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Coal Scam

Abhishek Banerjee: অভিষেককে ফের ইডি-র নোটিস, ২১ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হল জিজ্ঞাসাবাদের জন্য

সোমবার দিল্লির ইডি দফতরে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এর পর তাঁকে নোটিস পাঠিয়ে ফের শুক্রবার হাজির হতে বলে ইডি।

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক।

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৪
Share: Save:

কয়লা পাচার-কাণ্ডে ফের দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, আগামী ২১ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার জন্য তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

গত সোমবার দিল্লির ইডি দফতরে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এর ৪৮ ঘণ্টা পরেই তাঁকে নোটিস পাঠিয়ে ফের শুক্রবার দিল্লিতে হাজির হতে বলে ইডি। কিন্তু ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ জানিয়ে ইডি-কে দেন, তিনি হাজির থাকতে পারবেন না। এর পর শনিবার আবার তাঁকে নোটিস পাঠানো হয়েছে।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের অভিষেককে ইডি-র নোটিস পাঠানোর ঘটনা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। বুধবার ভবানীপুরে তৃণমূলের কর্মিসভায় নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি-কে নিশানা করে তিনি বলেন, ‘‘দু’দিনও হয়নি অভিষেককে ডেকে ৯ ঘণ্টা জেরা করল। আবার ডেকে পাঠিয়েছে। রাজনীতিতে পেরে উঠছে না, তাই ৯ ঘণ্টা জেরা করার পর আবার ডাকল অভিষেককে।’’

রাজ্যের কয়লা পাচারের তদন্তে নেমে ইডি ও সিবিআই দাবি করেছিল, ওই অপরাধের মূল চক্রী বিনয় মিশ্র। তদন্তকারীদের দাবি, বিনয় এক সময়ে যুব তৃণমূলের পদাধিকারী ছিলেন এবং তিনি অভিষেকের ঘনিষ্ঠ। সোমবার বিনয় সম্পর্কে অভিষেকের কাছে ইডি-র তদন্তকারীরা বেশ কিছু প্রশ্ন জানতে চেয়েছিলেন বলে ইডি সূত্রের খবর। বিনয় এখন প্রশান্ত মহাসাগরে ভানাটু নামে একটি দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পেতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই।

ইডি-র তদন্তকারীদের দাবি, কয়লা পাচার-কাণ্ডে দু’টি সংস্থার যোগাযোগ চিহ্নিত করা গিয়েছে। দাবি, দু’টি সংস্থাতেই অভিষেকের আত্মীয়েরা ডিরেক্টর পদে রয়েছেন। সোমবার ইডি-র জিজ্ঞাসাবাদ পর্বের শেষে কয়লা পাচারের ঘটনা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছিলেন, ‘‘প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন। দুধ আর জল আলাদা হয়ে যাবে।’’

অন্য বিষয়গুলি:

Coal Scam Bengal Coal Scam Abhishek Bannerjee Mamata Banerjee Enforcement Directorate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy