Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বাজেয়াপ্ত রোজ ভ্যালির সম্পত্তি

দামি বিদেশি গাড়ি, বিলাসবহুল হোটেল, ফ্ল্যাট আর জমি মিলিয়ে রোজ ভ্যালির ১ হাজার ২৫৬ কোটি টাকার সম্পত্তি বৃহস্পতিবার বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৮
Share: Save:

দামি বিদেশি গাড়ি, বিলাসবহুল হোটেল, ফ্ল্যাট আর জমি মিলিয়ে রোজ ভ্যালির ১ হাজার ২৫৬ কোটি টাকার সম্পত্তি বৃহস্পতিবার বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে যে ১২টি গাড়ি রয়েছে, তার মধ্যে একটি প্রায় ৪ কোটি টাকার রোলস রয়েস এবং একটি ১ কোটি টাকার ছয় দরজার লিমুজিনও রয়েছে। মুম্বইয়ের ভিটি স্টেশনের কাছে বিলাসবহুল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর একটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারদর ৩০ কোটি টাকা বলে ইডি সূত্রে জানা গিয়েছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে সেই ফ্ল্যাটও। এ ছাড়া রাজারহাট, বারাসত, পূর্ব মেদিনীপুরের রামনগরের জমি ও বৌবাজারের একটি ফ্ল্যাটও বাজেয়াপ্ত করা হয়েছে। জয়পুর, পোর্ট ব্লেয়ার, গোয়া, হরিদ্বার, রাঁচী, শিলচর এবং কলকাতার দু’টি হোটেলও রয়েছে বাজেয়াপ্তের তালিকায়। মালিক গৌতম কুণ্ডু জেলে থাকলেও কর্মীরা এই হোটেলগুলি চালাচ্ছেন। তবে ইডি জানিয়েছে, মন্দারমণির হোটেলটি এই তালিকায় নেই। কারণ, এ দিন যে সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে তা রোজ ভ্যালি চকোলেট গ্রুপের। মন্দারমণির হোটেল-সহ বিশাল সম্পত্তি রয়েছে রোজ ভ্যালি রিয়েল এস্টেট সংস্থার নামে। সেই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে আদালতে মামলা চলছে।

অন্য বিষয়গুলি:

Rose Valley scam ED
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE