ফাইল চিত্র।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে হাওয়ালা চক্রের হদিস করতে কলকাতার বেশ কয়েকটি বিদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ইডি-র আটটি দল মহানগরীর ন’টি মুদ্রা বিনিময় কেন্দ্র ও ভ্রমণ সংস্থায় তল্লাশি চালায়।
গত কয়েক বছরে কলকাতার বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্রের মাধ্যমে বিদেশে কালো টাকা পাচার করা হয়েছে বলে জানাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। ইডি-র এক কর্তা জানান, কেন্দ্রীয় সংস্থার সূত্র অনুযায়ী কলকাতার বিভিন্ন মুদ্রা বিনিময় সংস্থায় তল্লাশি করা হয়েছে। ওই সব জায়গা থেকেও কিছু সূত্র মিলেছে। গত কয়েক বছরে বহু প্রভাবশালী ব্যক্তি হাওয়ালার মাধ্যমে বেশ কয়েক কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে দাবি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীরা জানান, সেই সব প্রভাবশালী ব্যক্তিকে শনাক্ত করতেই তদন্ত শুরু হয়েছে।
শুধু মুদ্রা বিনিময় কেন্দ্র নয়, বিভিন্ন ভ্রমণ সংস্থার মাধ্যমেও কালো বিদেশ টাকা পাচার করা হয়েছে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর। ওই গোয়েন্দা সংস্থা মারফত খবর আসার পরেই এ দিন কলকাতার ন’টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থা ও মুদ্রা বিনিময় সংস্থা মারফত অর্থ লগ্নি সংস্থার টাকাও বিদেশে পাচার হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ২০১৬ সালে নভেম্বরে নোটবন্দির সময় ওই সব সংস্থার মাধ্যমে বিদেশে কালো টাকা পাচার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইডি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy