Ed has raided places of minister partha Chatterjee and many more since friday dgtl
Partha Chattejee
Partha Chatterjee: পার্থ ছাড়া আরও ১৪ জনের বাড়িতে হানা দিয়েছিল ইডি, কারা তাঁরা, কী কী অভিযোগ
শুক্রবার সকাল থেকে বাড়িতে বসিয়ে টানা জেরা। ২৭ ঘণ্টা পর গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে আরও অন্তত ১৪ জায়গায় হানা দিয়েছে ইডি।
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৬:২৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
শুক্রবার সকাল। ঘুম থেকে তখনও ওঠেননি রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তলবি নোটিস ছাড়াই তাঁর নাকতলার বাড়িতে সদলবলে পৌঁছে যান ইডির আধিকারিকেরা। শুরু হয় জেরা। তার পর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টানা ২৭ ঘণ্টা জেরা করা হয় পার্থকে। শনিবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে।
০২১৬
একা পার্থের বাড়িতে নয়, শুক্রবার রাজ্যের অন্তত ১৪ জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডির ৭৫ জন আধিকারিক। তাঁদের মধ্যে বেশির ভাগই ‘প্রভাবশালী’। বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের নাম জড়িয়েছে। তাঁদের আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য রয়েছে কি না, তা দেখতেই শুক্রবার সারা দিন তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রভাবশালীদের গত ১০ বছরের আয়কর রিটার্নও দেখতে চাওয়া হয় বলে খবর।
০৩১৬
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকেরা। পরেশের মেয়ের চাকরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হাই কোর্টের রায়ে শিক্ষকতার চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অঙ্কিতা। দু’টি কিস্তিতে ফেরত দিতে হয়েছে এত দিন ধরে পাওয়া বেতন।
০৪১৬
শুক্রবার পরেশের মেখলিগঞ্জের বাড়িতেও টানা ন’ঘণ্টা তল্লাশি চালায় ইডির ১০ জনের একটি দল। ছিলেন মহিলা আধিকারিকেরাও। সকাল সাতটা থেকে চলে তল্লাশি। মন্ত্রীর আত্মীয়দেরও জেরা করা হয়। সেই সময় তাঁদের মোবাইল ফোন হেফাজতে নিয়ে নেওয়া হয় বলেও জানা গিয়েছে।
০৫১৬
পরেশ তখন বাড়িতে ছিলেন না। ২১ জুলাইয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন। ফোনে তিনি বলেন, ‘‘বাড়িতে থাকলে নেত্রীর নির্দেশ মেনে মুড়ি দিয়ে আপ্যায়ন করতাম।’’ পরেশের স্ত্রী মীরা এবং মেয়ে অঙ্কিতার সঙ্গে কথা বলেন ইডির আধিকারিকেরা। তাঁদের এবং পরিবারের অন্য সদস্যদের নামে কোথায় কী সম্পত্তি রয়েছে, সেই নথিও খতিয়ে দেখেন আধিকারিকরা।
০৬১৬
শুক্রবার ইডি হানা দেয় পূর্ব মেদিনীপুরের পিংলাতে। সূত্রের খবর, সেখানে থাকেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের জামাইয়ের এক আত্মীয়। ইডির বদলে সেখানে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন।
০৭১৬
শুক্রবার হানা দেওয়া হয় ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা এবং ৭৯ লক্ষ টাকার গয়না। পাঁচশো এবং দু’হাজার টাকার নোটে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা। অর্পিতাকে আটক করেছে ইডি। কী ভাবে এত টাকা এল, এর সঙ্গে কি শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে, পার্থের সঙ্গে তাঁর কী ভাবে পরিচয়, সে সব তথ্য জানার চেষ্টা করছেন আধিকারিকেরা।
০৮১৬
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়িতে হানা দেয় ইডি। শুক্রবার সকালে যখন তিনি ঘুমিয়ছিলেন, সেই সময় তাঁর বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকরা। ঘুম থেকে তুলেই বিধায়ককে জেরা করা হয়।
০৯১৬
মানিকের যাদবপুরের দু’টি বাড়িতেও হানা দেয় ইডি। একটি বাড়ি তালাবন্ধ ছিল। তালা খুলে সেখানে ঢুকেও তল্লাশি চালান আধিকারিকেরা।
১০১৬
স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর তিন প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের সন্তোষপুর সার্ভে পার্কের বাড়িতে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বেলেঘাটার বাড়িতে এবং সমরজিৎ আচার্যের বাড়িতেও তল্লাশি চালানো হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদও করেছেন ইডির আধিকারিকেরা।
১১১৬
ইডি সূত্রে জানা গিয়েছে, পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পার্থ যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ছিলেন পিকে।
১২১৬
শুক্রবার তল্লাশি চালানো হয়েছে পার্থর তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের বাড়িতে। শনিবার ভোরে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে আটক করা হয়েছে ডব্লুবিসিএস অফিসার সুকান্তকে। পরে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। সেগুলোর সঙ্গে এসএসসি দুর্নীতির যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
১৩১৬
শিক্ষা দফতরের প্রাক্তন অধিকর্তা একে সরকারের ফ্ল্যাটেও হানা দেয় ইডি। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের হাওড়া জয়পুরের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। পরে তাঁকে জেরা করা হয়। ২০১৭ সালে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে। সেই সময় শিক্ষা দফতরের অধিকর্তা ছিলেন একে সরকার।
১৪১৬
প্রাথমিকের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। এসএসসির প্রাক্তন উপদেষ্টা কল্যাণময়ের এক আত্মীয় সি অধিকারী, স্কুল শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর অলোক সরকারের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডির তরফে জানানো হয়েছে, এসএসসি এবং প্রাথমিক টেট দুর্নীতির তদন্ত করতেই এই তল্লাশি অভিযান।
১৫১৬
শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে হানা দেওয়া হয়েছে বাগদার সেই ‘রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলের বাড়িতে। তখন তিনি পূর্ব নির্দেশমতো হাজিরা দিতে গিয়েছিলেন কলকাতা হাই কোর্টে। তিনি কলকাতায় থাকার সময়ই বাগদায় তাঁর বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকেরা।
১৬১৬
বছরখানেক আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস একটি ভিডিয়ো প্রকাশ করে ‘শিক্ষক নিয়োগ দুর্নীতি’র বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। আঙুল তুলেছিলেন ‘রঞ্জন’ নামে এক ব্যক্তির দিকে। অভিযোগ ছিল, টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। পরে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বরও একই অভিযোগ করেন। ইডির তরফে জানানো হয়েছে, এসএসসি এবং প্রাথমিক টেট দুর্নীতির তদন্ত করতেই এই তল্লাশি অভিযান।