Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ইভিএমে জিপিএস-নজর

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) যাতে এক মুহূর্ত চোখের আড়াল না হয়, সে জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) দিয়ে সেক্টর অফিসের গাড়ির উপর নজরদারি চালাতে চায় জাতীয় নির্বাচন কমিশন। 

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৩:১৮
Share: Save:

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) যাতে এক মুহূর্ত চোখের আড়াল না হয়, সে জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) দিয়ে সেক্টর অফিসের গাড়ির উপর নজরদারি চালাতে চায় জাতীয় নির্বাচন কমিশন।

সম্প্রতি মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে ইভিএম অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট চলাকালীন কোথাও ইভিএম বা ভিভিপ্যাটে গোলযোগ হলে তা পাল্টে দেওয়া হয়। সে জন্য সেক্টর অফিসে বাড়তি ইভিএম রাখা হয়। কমিশন সূত্রে বলা হচ্ছে, জিপিএস নজরদারি হলে সেক্টর অফিসার নিজের ইচ্ছামতো কোথাও ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে যেতে পারবেন না।

এ ছাড়া, এ বার ইলেকট্রনিকালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের (ইটিপিবিএস) মাধ্যমে ভোট দিতে পারবেন এ রাজ্যের সার্ভিস ভোটাররা। যে তালিকায় পড়েন সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। তাঁদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে বোঝাতে আজ, শনিবার ফোর্ট উইলিয়ামে যাবেন রাজ্যের সিইও আরিজ আফতাব, অতিরিক্ত সিইও সঞ্জয় বসু, ডেপুটি সিইও অঞ্জন ঘোষেরা। এই পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে ব্যালট পাবেন সার্ভিস ভোটাররা। পরে কিউ বার কোডওয়ালা খামে তা জেলা প্রশাসনের কাছে পাঠাবেন তাঁরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE