অবৈধ বালি খাদানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বালি মাফিয়াদের হাতেই ঘেরাও। শুক্রবার পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় উত্তেজনা, ধাক্কাধাক্কি, মারামারি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু অবৈধ ভাবে অজয় নদের বুক থেকে যে বালিপাচার হচ্ছে, তাতে স্থানীয় জল প্রকল্প সঙ্কটে পড়তে চলেছে বলে জিতেন্দ্রের অভিযোগ।
পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় অজয় এবং দামোদর থেকে অবৈধ ভাবে বালিপাচারের অভিযোগ বহু দিনের। বিজেপির অভিযোগ, জামুড়িয়ার দরবারডাঙা ঘাটে সেই অবৈধ কারবার এতটাই উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে যে, একটি পানীয় জল প্রকল্প সঙ্কটে পড়তে চলেছে। আসানসোল পুর নিগমের একটি পানীয় জল প্রকল্প রয়েছে দরবারডাঙায়। এমন ভাবে ওই এলাকা থেকে বালি তোলা হচ্ছে যে, পানীয় জল প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বলে জিতেন্দ্রের দাবি। তাঁর কথায়, ‘‘বিজেপির মণ্ডল সভাপতি আমাকে এই অবস্থার কথা জানান। এটা নিয়ে আন্দোলনে নামা জরুরি বলে আমাদের কর্মীদের মত। আমি বলেছিলাম, আন্দোলনে নামার আগে সরেজমিনে পরিস্থিতি দেখে আসতে হবে। এলাকার পরিস্থিতি দেখতেই গিয়েছিলাম।’’
আরও পড়ুন:
স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে শুক্রবার বেলার দিকে জিতেন্দ্র দরবারডাঙা ঘাটে পৌঁছতেই বালি মাফিয়া তথা পাচারকারীরা তেড়ে যায়। জিতেন্দ্রের রাস্তা আটকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া শুরু হয়। আসানসোলের প্রাক্তন মেয়র তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র কেন্দ্রীয় নিরাপত্তা পান। তাই জিতেন্দ্রকে ছুঁতে পারেনি বালি পাচারকারীরা। তবে তাঁর সঙ্গে যে বিজেপি কর্মীরা ছিলেন, তাঁদের সঙ্গে পাচারকারীদের বচসা, হাতাহাতি, মারামারি শুরু হয়। জামুড়িয়া থানা থেকে অবশ্য দ্রুত পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষকেই সরিয়ে দেয় পুলিশ।
আনন্দবাজার অনলাইনকে জিতেন্দ্র বলেন, ‘‘দরবারডাঙা ঘাটে যে পানীয় জল প্রকল্প রয়েছে, তা থেকে গোটা জামুড়িয়ায় জল সরবরাহ হয়। গ্রীষ্মকাল আসছে। ওই জল প্রকল্প যদি এই অবস্থায় নষ্ট হয়ে যায়, গোটা জামুড়িয়া জল পাবে না।’’ আসানসোলের প্রাক্তন মেয়রের কথায়, ‘‘যারা আমাকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসেছিল, তারা স্থানীয় বাসিন্দা। এলাকার ছেলেদের দিয়েই বালি মাফিয়ারা এ সব করাচ্ছে। সাময়িক কিছু অর্থের লোভে অনেকে এ সব কাজ করছেন। কিন্তু ক্ষতিটা যখন হবে, তখন ওই ছেলেগুলোর বাড়িতেও জল পৌঁছবে না।’’