বাংলাদেশের বিরুদ্ধে বৃহস্পতিবার ভারতের ফিল্ডিংয়ের হতশ্রী ছবি দেখা গিয়েছিল। রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্য ক্যাচ ফেলেছিলেন। লোকেশ রাহুল স্টাম্প করার সুযোগ পেয়েও তা হাতছাড়া করেছিলেন। রান আউট করতে পারেননি শ্রেয়স আয়ার। তার পরেও তাঁদের মধ্যেই এক জনকে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হল।
রাহুল দ্রাবিড় কোচ হয়ে ফিল্ডিং কোচ হিসাবে নিয়ে এসেছিলেন টি দিলীপকে। কোচ গৌতম গম্ভীরের সময়েও তাঁকে রেখে দিয়েছে বোর্ড। ২০২৩ বিশ্বকাপের সময় ভারতীয় দলের ফিল্ডিংয়ে উন্নতি করার লক্ষ্যে প্রতি ম্যাচ শেষে সাজঘরে অভিনব ভাবে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়ার রীতি শুরু করেছিলেন দিলীপ। এখনও ভারতের সাজঘরে সেই পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার সেই পুরস্কার দেওয়া হয় লোকেশ রাহুলকে।
আরও পড়ুন:
স্টাম্পিংয়ের সহজ সুযোগ নষ্ট করলেও রাহুল উইকেটের পিছনে তিনটি ক্যাচ নিয়েছিলেন। এর মধ্যে অক্ষর পটেলের বলে দু’টি ক্যাচ নিয়েছিলেন তিনি। তার আগে মহম্মদ শামির বলে সৌম্য সরকারের ক্যাচ নিয়েছিলেন রাহুল। স্টাম্প করার ক্ষেত্রে তিনি এখনও বেশ মন্থর। কিন্তু তিনটি ক্যাচ ধরার কারণে রাহুলকেই সেরা হিসাবে বেছে নিয়েছেন দিলীপ।
বৃহস্পতিবার রাহুলের সঙ্গে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন বিরাট কোহলি এবং শুভমন গিলও। তাঁরা একটি করে ক্যাচ ধরেছিলেন। তবে দিলীপ বেছে নিয়েছেন রাহুলকে। মাঠের জায়ান্টস্ক্রিনে সেরা ফিল্ডার হিসাবে ভারতীয় উইকেটরক্ষকের নাম দেখা যায়। রাহুলের গলায় পদক ঝুলিয়ে দেন রবীন্দ্র জাডেজা।