রাজ্যপাল জগদীপ ধনখড়।
পুরভোট নিয়ে আরও স্পষ্ট সতর্কবার্তা রাজভবনের। পঞ্চায়েত নির্বাচনের ছবি যেন ফিরে না আসে— রাজ্যের নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকে পাঠিয়ে এই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার রাজ্যপাল বৈঠক করেছেন নির্বাচন কমিশনারের সঙ্গে। রাজ্যের নির্বাচন কমিশনকে যেন রাজ্য সরকারের ‘বর্ধিত অংশ’ বলে মনে না হয়— রাজভবনে হওয়া বৈঠকে ধনখড় এই রকম বার্তা দিয়েছেন বলেও জানা গিয়েছে।
এ দিন যে রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে তিনি বৈঠক করবেন, সে কথা কয়েক দিন আগেই জানিয়েছিলেন রাজ্যপাল। আসন্ন পুরভোটের বিষয়ে বিশদে জানতে চেয়েছেন তিনি এবং রাজ্যের নির্বাচন কমিশনার তাঁকে ২৭ ফেব্রুয়ারি বিশদ তথ্য দেবেন— রাজ্যপাল এমনই জানিয়েছিলেন টুইটে। পরে রাজভবন বিবৃতি দিয়েও সেই একই কথা জানিয়েছিল। সেই অনুযায়ীই এ দিন নির্বাচন কমিশনার সৌরভ দাস রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সৌরভ দাসের সঙ্গে ছিলেন কমিশনের সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। পুরভোটের ব্যাপারে তাঁরা রাজ্যপালকে বিশদ তথ্য দেন।
রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনারের এই বৈঠক শেষ হওয়ার পরে বৃহস্পতিবার ফের বিবৃতি প্রকাশ করে রাজভবন। সেখানেই জানানো হয়েছে যে, পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখার উপরে জোর দিয়েছেন রাজ্যপাল। ‘‘নির্বাচন কমিশনার সৌরভকুমার দাসকে রাজ্যপাল ধনখড় বলেছেন যে, ভোটে হিংসা যাতে না হয় এবং ২০১৮ সালের মে মাসে হওয়া পঞ্চায়েত নির্বাচনের মতো দৃশ্য যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নিতে হবে,’’— লেখা হয়েছে রাজভবনের বিবৃতিতে। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা দেখা গিয়েছিল বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
রাজ্যের নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের বৈঠক।
আরও পড়ুন: লাগামছাড়া হিংসার নিশানায় মুসলিমরাই, দাবি মার্কিন কমিশনের
রাজ্যের নির্বাচন কমিশনের ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের চেয়ে কোনও অংশে কম নয়— এ কথা রাজ্যপাল মনে করিয়ে দিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশানারকে। এমনটাই লেখা হয়েছে রাজভবনের বিবৃতিতে। তাৎপর্যপূর্ণ ভাবে আরও লেখা হয়েছে— একটা দল শুধুমাত্র ক্ষমতায় থাকার কারণে অন্য দলের চেয়ে অতিরিক্ত সুবিধা পাবে, এটা যাতে না হয়, তা নিশ্চিত করার মতো যথেষ্ট কর্তৃত্ব এবং সক্ষমতা রাজ্যের নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাতারাতি দিল্লির ‘রক্ষাকর্তা’ হয়ে ওঠা বিচারপতি মুরলীধর কে জানেন?
শিক্ষা জগৎ থেকে প্রশাসন, বিভিন্ন বিষয়েই সক্রিয়তা দেখিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সেই সক্রিয়তাকে তৃণমূল ‘অতিসক্রিয়তা’ও আখ্যা দিয়েছে। তবে রাজ্যপাল বুঝিয়ে দিচ্ছেন, তিনি থামবেন না। পুরভোট নিয়ে ধনখড় যে রকম সক্রিয়তা দেখাচ্ছেন, সে ছবি বেশ বিরল। কিন্তু রাজভবনের বিবৃতিতে এ দিন জানানো হয়েছে— এই পরেও বিভিন্ন সময়ে পুরভোটের বিষয়ে বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের কাছ থেকে রাজ্যপাল নিতে থাকবেন।
-নিজস্ব চিত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy