দীপালি বিশ্বাস। ফাইল চিত্র।
দলবদলের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছিল সিপিএম। কিন্তু তিনি যে দল ছাড়েননি তা প্রমাণ করতে তিন আইনজীবী নিয়োগ করেছেন গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা নজিরবিহীন, যা দেখে বিস্মিত রাজ্য বিধানসভার সচিবালয়ও। তবে দলীয় প্রতীকে নির্বাচিত দীপালিকে ‘দলবদলু’ প্রমাণ করতে এবার আইনজীবী নিয়োগ করার কথা ভাবছে সিপিএমও।
দলবদল করে তৃণমূলে যোগ দেওয়ার অভিযোগে দীপালির বিধায়কপদ খারিজের আবেদন করেছিল সিপিএম। সেই অভিযোগের ভিত্তিতে পরিষদীয় নিয়ম মেনে শুনানি শুরু করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই শুনানিতে মালদহের তৃণমূলের দীপালির পাওয়া পদ সংক্রান্ত নথিও পেশ করেছিল সিপিএম। এবার ব্যতিক্রমী ভাবেই শুনানির চালানোর জন্য পেশাদার আইনজীবী নিয়োগ করেছেন দীপালি। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর উপস্থিতিতে দীপালির পক্ষে শেষ শুনানি করেছেন তাঁর আইনজীবীরা। স্পিকার জানিয়েছেন, ব্যতিক্রমী হলেও এটা নজিরবিহীন নয়। প্রয়োজনমতো সিপিএমও পেশাদার আইনজীবী রেখেই শুনানি করতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy