এত দিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের অন্য নেতাদের হুঁশিয়ারি দিচ্ছিলেন। এ বার পূজালি পুরসভার ভোটের প্রচারে গিয়ে শনিবার তৃণমূলের ‘মদতপুষ্ট’ বাহুবলীদেরও হুমকি দিয়ে রাখলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যের নির্যাস— আগামী ১৪ মে পূজালি পুরসভায় ভোটের দিন শাসক দলের হয়ে যাঁরা সন্ত্রাস করবেন, তাঁদের অবস্থা ‘খারাপ’ করে দেওয়া হবে।
পূজালি পুরসভার রথতলা ময়দানে দিলীপবাবু এ দিন বলেন, ‘‘দিদির ফুট, ইঞ্চি, ছোট, বড় মাঝারি ভাইদের বলছি, ভোটের দিন গণ্ডগোল পাকাবেন না। আপনাদের মাথার উপর দাদা-দিদিরা আর বেশিদিন নেই। যা কাগজপত্র তৈরি হচ্ছে, ছ’মাস বাদে দেখবেন, সব গায়েব হয়ে গিয়েছেন! তখন আপনাদেরই ওঁদের খোঁজ নিতে ওড়িশা, কটক ভুবনেশ্বর যেতে হবে। তাই আগে থেকেই সাবধান করছি, শুধরে যান।’’ দিলীপবাবুর আরও হুমকি, ‘‘ভোটের দিন গণ্ডগোলের চেষ্টা করলে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। ভাববেন না, পুলিশ আপনাদের হাতে আছে বলে পার পেয়ে যাবেন। খারাপ কথা বলছি না। খারাপ কথা বলতে নেই। কিন্তু অবস্থা খুব খারাপ করে দেব। বাড়ি থেকে পালিয়ে গিয়েও রেহাই পাবেন না। ঠিক খুঁজে আনব।’’
তৃণমূল নেতৃত্ব অবশ্য দিলীপবাবুর হুমকিকে গুরুত্বই দিচ্ছেন না। শাসক দলের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘রাজ্যে যে দু’-চার জন বিজেপি-র আছেন, মানুষ তাঁদের জবাব দেবেন। যাঁরা এত কথা বলছেন, আগামী দিনে তাঁদেরই দূরবীণ দিয়ে দেখতে হবে!’’
তবে এ দিন হুমকির পাশাপাশি উন্নয়নের প্রসঙ্গও তুলেছেন দিলীপবাবু। তাঁর অভিযোগ, কংগ্রেস ২০ বছর ধরে পূজালিতে শাসন করলেও সেখানে উন্নয়নের কাজ কিছুই করেনি। পক্ষান্তরে, দেশের যেখানেই বিজেপি ক্ষমতায় আছে, সেখানেই উন্নয়ন হয়েছে বলে দিলীপবাবুর দাবি। তাঁর আরও দাবি, ‘‘বিজেপি যেখানে ক্ষমতায় আছে, সেখানে দুর্নীতির অভিযোগও ওঠে না।’’ এই প্রেক্ষিতে বাম এবং কংগ্রেস সমর্থকদের এ বার বিজেপি-কে ভোট দেওয়ার আর্জি জানান দিলীপবাবু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy