Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

দলের প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে সন্দেশখালির মিশন মাঠে সোমবার সভা করেন বিজেপির শ্রীরামপুরের প্রার্থী বাপ্পি লাহিড়ী। জনতার দাবি মেনে এ দিন খান কয়েক গানও গেয়েছেন সঙ্গীতশিল্পী বাপ্পি। পরে তিনি বলেন, “আমি এক জন শিল্পী। কিন্তু যে ধরনের ঘটনা রাজ্যে চলছে, মা বোনদের অসম্মান করা হচ্ছে, তা আমি পছন্দ করি না। এ সব ঘৃণা করি।” দিন কয়েক আগে সন্দেশখালির ঝুপখালি গ্রামে ধর্ষিতা হয় এক কিশোরী।

শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০১:৪৬
Share: Save:

কুৎসায় কান দিই না আমি, সন্দেশখালিতে বললেন বাপ্পি

নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি

দলের প্রার্থী শমীক ভট্টাচার্যের সমর্থনে সন্দেশখালির মিশন মাঠে সোমবার সভা করেন বিজেপির শ্রীরামপুরের প্রার্থী বাপ্পি লাহিড়ী। জনতার দাবি মেনে এ দিন খান কয়েক গানও গেয়েছেন সঙ্গীতশিল্পী বাপ্পি। পরে তিনি বলেন, “আমি এক জন শিল্পী। কিন্তু যে ধরনের ঘটনা রাজ্যে চলছে, মা বোনদের অসম্মান করা হচ্ছে, তা আমি পছন্দ করি না। এ সব ঘৃণা করি।” দিন কয়েক আগে সন্দেশখালির ঝুপখালি গ্রামে ধর্ষিতা হয় এক কিশোরী। সেই বাড়িতে গিয়ে আক্রান্ত হন শমীকবাবু। ঘটনার নিন্দা করে বাপ্পি বলেন, “আমাদের প্রার্থী সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্তু তাঁর উপরে আক্রমণ হল। এটা জঘন্য ব্যাপার। এ ধরনের ঘটনা কোনও রাজনৈতিক দলের পক্ষেই কাঙ্খিত নয়।” শ্রীরামপুরে ভোটপর্ব মিটেছে। কিন্তু প্রচার চলাকালীন বাপ্পিবাবুকেও তৃণমূল নানা ভাবে কটাক্ষ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার কথা প্রয়োজনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও তিনি তুলতে পারে বলে এর আগে জানিয়েছিলেন বাপ্পি। এ দিন সেই প্রসঙ্গে কোনও দলের নাম না করে তিনি বলেন, “আমি গান গাই। অথচ আমাকে নিয়েও কুৎসা রটানো হচ্ছে ধারাবাহিক ভাবে। এটা কাম্য নয়।” পাশাপাশি তাঁর সংযোজন, “আমি কুৎসায় কান দিই না। মোদীর নামেও শুরু হয়েছে কুৎসা। তবে ওঁর প্রধানমন্ত্রী হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা।”

নিকাশির সমস্যা, অবরোধে ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

রাস্তার পাশেই দোকান। কিন্তু রাস্তা থেকে বেশ খানিকটা নীচে। পিচ পড়ে ক্রমে ক্রমে আরও উঁচু হচ্ছে সেই রাস্তা। এ দিকে, নিকাশি নালা দিয়ে জল সরে না। এই পরিস্থিতিতে সামান্য বৃষ্টিতেও দোকানে জল ঢুকে পড়ে। রবিবার বৃষ্টিতেও একই হাল হয়েছিল। নাকাল ব্যবসায়ীদের একাংশ এ সবের প্রতিবাদে সোমবার ইটিন্ডা রোড রাস্তা অবরোধ করেন। বসিরহাট থানার পাশেই ওই রাস্তা। পুরনো বাজারের ব্যবসায়ীদের বক্তব্য, দোকানের মেঝে উঁচু করে রাস্তার সমতল করেও লাভ নেই। কারণ, সে ক্ষেত্রে দোকানের দরজা নিচু হয়ে গিয়ে ঢুকতে বেরোতে সমস্যা হবে। এ দিন রাস্তায় বাঁশ, চেয়ার ফেলে অবরোধ করেন তাঁরা। দুপুরের দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। কী ভাবে নিকাশি নালা করা সম্ভব, তা নিয়ে আলোচনার আশ্বাস মিলেছে। এ দিকে, পূর্ত দফতরের বক্তব্য, এক সময়ে রাস্তার দু’পাশে নালা ছিল। ব্যবসায়ীদের একাংশই সেই নালা বুজিয়েছেন। নিকাশির সমস্যা হচ্ছে সে কারণেই। আর রাস্তার সংস্কার হলে প্রত্যেকবারই কিছুটা উঁচু হয়ে যায়। এখন ব্যবসায়ীরা যদি জায়গা দেন, তা হলে ফের নালা করা যেতে পারে। এলাকাটির পাশেই নদী। অথচ, জল সেখানে যেতে পারছে না। এই পরিস্থিতির বদল দরকার, মনে করছেন স্থানীয় মানুষজনও।

জল থইথই মাঠেও মানিকের সভায় ভিড়

নিজস্ব প্রতিবেদন

বৃষ্টি হয়েছিল রবিবার। জল দাঁড়িয়ে যায় ব্যারাকপুরের তালপুকুর জিমন্যাসিয়াম মাঠ। সোমবারও সেই জল নামেনি। তার মধ্যেই একটি অংশ ঘিরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের জন্য নির্বাচনী সভার আয়োজন করেছিল বামফ্রন্ট। সেই মাঠেও ভিড় ছিল চোখে পড়ার মতো। এক ঘণ্টার দীর্ঘ বক্তৃতায় মানিকবাবু ভোটারদের ভোরে উঠে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। হামলার হাত থেকে বাঁচতে ভোট দিতে যাওয়ার সময়ে মা-বোনেদের সামনে থাকারও পরামর্শ দেন তিনি। গত কয়েক বছরে নির্বাচনের দিনে রাজনৈতিক সন্ত্রাস দেখতে অভ্যস্ত ক্যানিং। প্রতিবার ভোটের সময়েই এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন সাধারণ মানুষ। সোমবার ক্যানিংয়ের বন্ধুমহল এলাকায় প্রচারে এসে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এ দিন চাকদহ বিধানসভার উপনির্বাচনে সিপিএম প্রার্থী বিশ্বনাথ গুপ্তের সমর্থনে রোড শো করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

সন্ত্রাস বন্ধের দাবিতে বামেদের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

নির্বাচনের পর হুগলি জেলা জুড়ে তৃণমূলের হামলা ও সন্ত্রাসের প্রতিবাদে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে সোমবার স্মারকলিপি দিল বামফ্রন্ট। জেলা বামফ্রন্টের তরফে পক্ষে সুদর্শন রায়চৌধুরী, রূপচাঁদ পাল, নৃপেন চট্টোপাধ্যায়-সহ হুগলির তিন বাম প্রার্থী প্রদীপ সাহা, তীর্থঙ্কর রায় এবং শক্তিমোহন মালিক উপস্থিত ছিলেন। নির্বাচনের পর জেলার বিভিন্ন প্রান্তে যে হামলা চলছে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানানো হয়েছে। তাঁদের অভিযোগ, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ নেওয়া হচ্ছে না থানায়। হামলার আতঙ্কে যাঁরা ঘরছাড়া হয়েছেন তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

অভিযুক্তদের ধরতে বাধা পুলিশকে

অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের বাধায় ফিরে গেল পুলিশ। রবিবার রাতে হুগলির চণ্ডীতলার আইয়ায়। পুলিশ জানায় আইয়ার শ্যামসুন্দরপুরে দিন কয়েক আগে একটি গ্রাম্য বিবাদের ঘটনা ঘটে। তাতে দু’পক্ষই চণ্ডীতলা থানায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাত ১২টা নাগাদ পুলিশ ওই গ্রামে যায় দুই অভিযুক্তে গ্রেফতার করতে। কিন্তু পুলিশকে ঘেরাও করে রাখে গ্রামবাসীরা। তাদের দাবি, পুলিশ যাদের গ্রেফতার করতে এসেছে তারা কোনও দোষ করেনি। পরিস্থিতি সামাল দিতে চণ্ডীতলা থানার ওসি সংগ্রাম চৌধুরী ঘটনাস্থলে যান। সমস্ত অভিযোগ ভাল করে খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা ঘেরাও থাকার পরে পুলিশ কর্মীরা ঘেরাওমুক্ত হন। তবে অভিযুক্তদের না নিয়েই তাদের ফিরতে হয়। ঘটনার তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গোষ্ঠী-সংঘর্ষে আহত দুই

রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হলেন দু’জন। সোমবার সকালে পাঁচলার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাঁতরাপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, আহতদের নাম গণেশ সাঁতরা এবং অষ্ট সাঁতরা। তাঁদের স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ওই এলাকায় রক্ষাকালী পুজো ছিল। পুজোয় দুই গোষ্ঠীর মধ্যে কটূক্তিকে ঘিরে বচসা বাধে। তা হাতাহাতিতে গড়ায়। সে দিনের মতো গোলমাল মিটে গেলেও সোমবার মণ্ডপের বাঁশ খোলার সময়ে এক গোষ্ঠীর ছেলেরা বাধা দেয়। তা নিয়ে ফের গোলমাল বাধে। দু’পক্ষই লাঠি, রড নিয়ে পরস্পরের উপরে চড়াও হয়। গণেশ সাঁতরার মাথা ফাটে। অষ্ট সাঁতরার হাত ভাঙে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক বলেন, ‘‘ঘরোয়া বিবাদ নিয়ে আমাদের ছেলেদের মধ্যে মারপিট হয়েছে ঠিকই। তবে এর সঙ্গে রাজনীতির যোগ নেই।”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত

ধান ঝাড়ার যন্ত্রে বিদ্যুৎ সংযোগের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের মইগ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম বুদ্ধদেব মাল (৩২)। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন। দুর্ঘটনার পরে তাঁকে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুকুরে যুবকের দেহ

সোমবার বিকেলে তারকেশ্বর বাজার এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, দেহটি ফুলে গিয়েছিল। কোনও আঘাতের চিহ্ন আছে কিনা, পরিষ্কার নয়। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনায় মৃত্যু

গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। সোমবার ঘটনাটি ঘটেছে কুলপির রঘুনাথপুর বাসমোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতার নাম আমদিয়া বিবি (৫২)।

হাবরার সভায় নামছেন মুখ্যমন্ত্রী।

মাদুর তৈরির কাজ চলছে বসিরহাটের মালতিপুরে। ছবি: সুদীপ ঘোষ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy