ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গরম পড়তে শুরু করেছিল। ফলে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল ওই সময় থেকেই। ফেব্রুয়ারিতে রাজ্যে বিদ্যুতের সর্বাধিক চাহিদা (সিইএসসি এলাকা বাদ দিয়ে) উঠেছিল ৫০০০ মেগাওয়াটের ঘরে। গত কয়েক দিন ধরে রোদের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সেই চাহিদার অঙ্কই গিয়ে ঠেকেছে ৫৪০০ মেগাওয়াটের ঘরে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্তারা জানাচ্ছেন, গত ১৩ দিনে রাজ্যে বিদ্যুতের চাহিদা বেড়েছে ৪০০ মেগাওয়াট। আর এই পরিস্থিতি চলতে থাকলে মার্চেই কমপক্ষে আরও ২০০ মেগাওয়াট চাহিদা বাড়তে বলে বলে তাঁরা মনে করছেন। পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হওয়ায় চাহিদা ৪৭০০ মেগাওয়াটের আশেপাশেই ঘোরাফেরা করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy