Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Narendra Modi

বাংলার বিধানসভায় বিল নিয়ে তুমুল তর্কের কেন্দ্রে মোদীর গুজরাত আচার্য বিল

বিধানসভায় আচার্য বদল বিল নিয়ে ভোটাভুটি, বিল পাশে আচার্য হওয়ার পথ প্রশস্ত মুখ্যমন্ত্রীর। এই বিতর্কেও চলল মোদীকে নিয়ে টানাটানি।

গ্রাফিক: সনৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ১৯:০৭
Share: Save:

পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়ে গেল মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর বিল। কিন্তু বিলটি নিয়ে বিতর্ক বাধল শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে। গুজরাতে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর বিল পাশ হয়েছিল, এমন উদাহরণের বিপরীতে পাল্টা যুক্তি দিলেন বিজেপি বিধায়করা।

সোমবার বিধানসভায় সরকারের তরফে 'দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি ল' (সংশোধনী) বিল, ২০২২ পেশ করা হয়। বিলটি পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শাসক-বিরোধী শিবিরের আলোচনার পর বিলের বিরোধিতা করে ডিভিশন চান বিজেপি বিধায়করা। তাতেই হয় ভোটাভুটি। সেই ভোটে পাশ হয় বিলটি। বিলের পক্ষে পড়ে ১৮২টি, বিপক্ষে পড়ে ৪০টি ভোট। এই বিল পেশের ফলে মোট ৩১টি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর পথ প্রশস্ত হল। বিলের পক্ষে বক্তৃতা করেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক-সহ তৃণমূল বিধায়করা। বিজেপি পরিষদীয় দলের তরফে বিধায়ক বিশ্বনাথ কারক, অগ্নিমিত্রা পাল, অম্বিকা রায়ের মতো বিধায়করা বিলের বিরোধিতা করেন।

পার্থ দাবি করেন, গুজরাতে ও তামিলনাড়ুতেও এর আগে সরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হয়েছে। গুজরাতে এই সিদ্ধান্ত নিয়েছিল বিজেপির নেতৃত্বাধীন সরকার। এবং মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। পাল্টা যুক্তিতে বিল পাশ হলেও, তা কোনও ভাবেই রাজ্য সরকারের তরফে কার্যকর করা সম্ভব হবে না বলেই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "রিটায়ারমেন্ট হয়ে যাবে, তবু কোনও দিনও মুখ্যমন্ত্রী আচার্য হতে পারবেন না। এই বিল পাশ হওয়ার পর তা যাবে রাজ্যপালের কাছে। তিনি অনুমোদন দিলে তার পর তা যাবে কেন্দ্রীয় সরকারের কাছে অনুমোদনের জন্য। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, রাজ্যের নাম 'বঙ্গ' করার প্রস্তাব বা বিধান পরিষদ তৈরির প্রস্তাব বিধানসভায় পাশ হয়ে দিল্লিতে পড়ে রয়েছে, পাশ হচ্ছে না। তাই আচার্য বিলেরও সেই একই অবস্থা হবে।" প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকাকালীন আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বসানোর উদ্যোগ নিয়েছিলেন, পার্থর এমন আক্রমণের জবাবে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, "পরিষদীয় মন্ত্রী পার্থবাবু বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আচার্য পদে বসার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তিনি এটা বলেননি যে, এখনও গুজরাতের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতেই মুখ্যমন্ত্রী আচার্য পদে বসেননি।"

প্রসঙ্গত, রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে নবান্নের সম্পর্ক বরাবরই 'বন্ধুর'। তাই আচার্য বিল বিধানসভায় পাশ হলেও রাজ্যপাল তাতে স্বাক্ষর করবেন কি না, তা নিয়েও বড়সড় প্রশ্ন রয়েছে বলেই মত বাংলার রাজনীতির কারবারিদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে ভিজিটর হিসেবে নিয়োগের জন্য বিল চলতি অধিবেশনেই পাশ করা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Narendra Modi Mamata Banerjee TMC BJP Chancellor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy