Advertisement
০৭ অক্টোবর ২০২৪

ছাড়া পেলেন দেবরাজ

জেল থেকে ছাড়া পেলেন বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী, কংগ্রেসের দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরনিগমের ভোটের পরের দিন কংগ্রেসের ওই প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০০:২৭
Share: Save:

জেল থেকে ছাড়া পেলেন বিধাননগর পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী, কংগ্রেসের দেবরাজ চক্রবর্তী।

বিধাননগর পুরনিগমের ভোটের পরের দিন কংগ্রেসের ওই প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। জেলে বসেই জয়ের খবর পান দেবরাজ। আজ, বুধবার জেল হেফাজতের মেয়াদ শেষে তাঁকে বারাসত আদালতে পেশ করার কথা ছিল। তার আগে মঙ্গলবারই বারাসত আদালতে দেবরাজের জামিনের আবেদন জানান কংগ্রেস নেতৃত্ব। জামিন মঞ্জুর হয়। সরকারি কৌঁসুলি শান্তনু বসু বলেন, ‘‘দেবরাজ এক জন নির্বাচিত জনপ্রতিনিধি। তাই তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করিনি।’’।

৭ নম্বর ওয়ার্ড থেকে জিতে এসে ইতিমধ্যেই চমক দিয়েছেন ওই কংগ্রেস প্রার্থী তথা কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর প্রাক্তন আপ্ত সহায়ক। কংগ্রেসের টিকিটে জয়ী হলেও তাঁকে ফের তৃণমূলে ফিরিয়ে নেওয়ার জল্পনা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ছড়িয়েছে। সব জল্পনা উড়িয়ে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরিয়ে দেবরাজ এ দিন বলেন, ‘‘শাসক দলের জয়ী প্রার্থীদের সঙ্গে একই দিনে শপথ নেব না। আলাদা ভাবে নেব।’’

কংগ্রেসের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তাপস মজুমদার বলেন, ‘‘শপথের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’’

কংগ্রেসের অভিযোগ, অন্যায় কারণে দেবরাজকে আটকে রাখা হয়েছিল। জয়ী হয়েও শংসাপত্র সংগ্রহ করতে পারেননি। দেবরাজ বলেন, ‘‘এমন ঘটনার মুখোমুখি হতে প্রস্তুত ছিলাম। বিনা দোষে শাস্তি পেলাম। মানুষ সব জানেন।’’

অঝোর বৃষ্টি মাথায় করেই এ দিন বিকেল ৫টায় জেল থেকে বেরিয়ে আসেন দেবরাজ। বাইরে তখন প্রায় শ’পাঁচেক সমর্থক। সংশোধনাগারের বাইরেই শুরু হয়ে যায় অকাল দীপাবলি। দেবরাজের এলাকাও এ দিন মুড়ে দেওয়া হয়েছিল সবুজ আলোয়।

জেল থেকে বেরিয়ে শুরু হয় জয়ের উল্লাস। হুড খোলা গাড়িতে উঠে পড়েন দেবরাজ। বৃষ্টির মধ্যে দমদম থেকে কৈখালি মোড় হয়ে ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলগাঁতি, তেঁতুলতলা, অনুপমা হাউসিং, কয়লা বিহার-সহ একাধিক এলাকায় পরিভ্রমণ করে মিছিল। এলাকাবাসীরাও উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দেন দেবরাজকে। এর মধ্যেই অবশ্য কৃষিমন্ত্রী কিংবা সাংসদ দোলা সেনের কথা উঠতেই দেবরাজ বলেন, ‘‘ওঁদের সম্পর্কে কিছু বলার নেই। আমার কাছে ওঁদের মোবাইল নম্বরও নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debaraj congress Trinamool
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE