Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দাড়িভিটে খুশি অভিভাবকেরা

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই স্কুল খুলেছে। এ দিন দ্বাদশ শ্রেণির টেস্টের ফল বেরিয়েছে। সেইসঙ্গে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিলাপের প্রক্রিয়া। সপ্তম-অষ্টম শ্রেণির শারীর শিক্ষার পরীক্ষাও হয়েছে এ দিন। সব মিলিয়ে গত কয়েকদিন পর ফের স্কুল খোলায় অত্যন্ত খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। 

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ০২:২৭
Share: Save:

গন্ডগোলের জেরে স্কুল বন্ধ ছিল দীর্ঘদিন। ক্লাস না হওয়ায় ছাত্রছাত্রীরা অনেকটাই পিছিয়ে পড়েছে বলে আশঙ্কা শিক্ষকদের। সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই পড়ুয়াদের পরীক্ষার জন্য তৈরি করতে তাদের অতিরিক্ত ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিলেন দাড়িভিট স্কুল কর্তৃপক্ষ। আজ, বুধবার থেকেই অতিরিক্ত ক্লাস শুরু হবে।

মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই স্কুল খুলেছে। এ দিন দ্বাদশ শ্রেণির টেস্টের ফল বেরিয়েছে। সেইসঙ্গে শুরু হয়েছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিলাপের প্রক্রিয়া। সপ্তম-অষ্টম শ্রেণির শারীর শিক্ষার পরীক্ষাও হয়েছে এ দিন। সব মিলিয়ে গত কয়েকদিন পর ফের স্কুল খোলায় অত্যন্ত খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা।

স্কুলের বাইরে দাঁড়িয়ে কয়েকজন অভিভাবক জানান, স্কুল বন্ধ থাকলে আখেরে ক্ষতি এলাকার মানুষেরই। এটা সকলে যত তাড়াতাড়ি বুঝবেন ততই ভাল। দাড়িভিট-কাণ্ডের জেরে স্কুল দীর্ঘদিন বন্ধ থাকায় পড়ুয়াদের যে অনেকটাই ক্ষতি হয়েছে তা একবাক্যে জানিয়েছেন তাঁরা। এ কথা মানছেন স্কুল কর্তৃপক্ষও। তাঁদের দাবি, সিলেবাস শেষ হয়নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল মণ্ডল বলেন, ‘‘স্কুল বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষতি হয়েছে। তাদের কথা ভেবেই অতিরিক্ত ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফর্ম ফিলআপ চলবে। তার মধ্যেই অতিরিক্ত ক্লাসও করানো হবে। পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে ছাত্রছাত্রীদের।’’ স্কুলের এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছাত্রছাত্রীরাও।

গত শুক্রবার থেকে ফের স্কুলে তালা ঝুলিয়ে দেন নিহত পরিবারের সদস্যরা। সোমবার অবশ্য সর্বদল বৈঠকের মাঝেই নিহতদের পরিবারের লোকজন উঠে যান। পরে স্কুলের তালা খুলে দেন তাঁরা। কিন্তু এভাবে বারবারই স্কুল বন্ধের ফলে বিপাকে পড়তে হয়েছে ছাত্রছাত্রীদের।

অন্যদিকে, এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের আন্দোলনে নামার হুমকি দিয়েছেন নিহতের পরিবারের সদস্যেরা। প্রয়োজনে ফের স্কুল বন্ধ করার কথাও বলেছেন তাঁরা। মহকুমাশাসক মণীশ মিশ্র অবশ্য জানান, এরপর স্কুল বন্ধ করলে আর তা সহ্য করা হবে না।

অন্য বিষয়গুলি:

Darivit School Islampur Teacher Extra class
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE