ফাইল চিত্র।
ঘূর্ণিঝড় ইয়াস-এর মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নজরে রাখছেন। এই বিপর্যয় মোকাবিলার জন্য শনিবার বিকেলে সমস্ত শীর্ষ আধিকারিক, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে বৈঠক করেন মমতা।
উপকূলীয় এলাকা এবং নদী সংলগ্ন এলাকা থেকে মানুষকে আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণশিবিরগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা করা, ত্রাণ এবং পুনর্বাসনের কাজ কী ভাবে করা হবে তা নিয়ে অগ্রিম পরিকল্পনার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি জানান, ত্রাণ সামগ্রী পাঠানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিপর্যয় মোকাবিলায় মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিমও।
I have extensively reviewed the Disaster Management preparedness with regards to the impending Yaas cyclone today afternoon with all senior officers of relevant Central & State agencies along with DMs & SPs.(1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2021
বেশ কয়েকটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। আপৎকালীন ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেগুলো হল— ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। সতর্ক করে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, সবাই যেন সতর্ক থাকেন।
All officials have been advised integrated command, advance planning & early evacuation from coastal & riverine areas to rescue shelters including cyclone & flood shelters, and to conduct relief and rehabilitation operations at the earliest.(2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2021
আগামী ২৬ মে সন্ধ্যায় এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। আমপানের মতোই এ বার আগে থেকে জেলা প্রশাসনগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জোরকদমে প্রস্তুতিও চলছে। আমপানের সময় নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এ বারও তিনি নবান্ন থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন বলে খবর।
Fishermen have been alerted to immediately return. 24x7 control rooms have been set up (Ph No - 1070 & 033-22143526). All agencies have been asked to spring into action. Relief materials have been dispatched & Quick Response Teams are mobilised.
— Mamata Banerjee (@MamataOfficial) May 22, 2021
I request all to stay alert.(3/3)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy