Cyclone Amphan: Measures to be taken to stay safe dgtl
cyclone
ঘূর্ণিঝড় শুরু হলে কী করবেন, কী করবেন না
আবহাওয়াবিজ্ঞানের পরিভাষায় একে বলা হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা মারাত্মক ঘূর্ণিঝড়। ঝড় চলাকালীন এবং ঝড় থেমে গেলে কী কী করবেন বা কী করবেন না, দেখে নিন এক ঝলকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০২০ ০৮:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
বুধবার সন্ধ্যায় দিঘা ও বাংলাদেশের হাতিয়া উপদ্বীপের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে ঢুকবে ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত নাম ‘উম পুন’)। আবহাওয়াবিজ্ঞানের পরিভাষায় একে বলা হচ্ছে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা মারাত্মক ঘূর্ণিঝড়। ঝড় চলাকালীন এবং ঝড় থেমে গেলে কী কী করবেন বা কী করবেন না, দেখে নিন এক ঝলকে।
০২১৫
ঝড় শুরু হলে বাড়িতে বিদ্যুত সংযোগের মেন সুইচ এবং গ্যাসের সংযোগের সুইচ বন্ধ করে দিন।
০৩১৫
বাড়ির সব দরজা জানালা বন্ধ রাখুন।
০৪১৫
ঝড়ের ফলে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ। ফলে আগে থেকেই মোবাইলে যথেষ্ট চার্জ দিয়ে রাখুন।
০৫১৫
বাড়িতে ধারালো কোনও জিনিস খোলা অবস্থায় থাকলে দ্রুত ব্যবস্থা নিন। ঝড়ের মধ্যে বাড়িতে কোনও ধারালো জিনিস উন্মুক্ত রাখবেন না।
০৬১৫
বাঁধনমুক্ত করুন পোষ্যদের। যাতে বিপদ বুঝলে ওরাও নিরাপদ স্থানে যেতে পারে।
০৭১৫
ঘূর্ণিঝড়ের সময়ে যদি কোনও ভাবে বাড়ির বাইরে থাকেন, খোলা রাস্তায় বা গাছের নীচে দাঁড়াবেন না।
০৮১৫
বাড়ির বাইরে থাকলে ঝড় শুরু হলে দ্রুত আশ্রয় নিন।
০৯১৫
তবে ক্ষতিগ্রস্ত বা জীর্ণ পাকা বাড়ি এবং কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না।
১০১৫
বিপদ বুঝে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয় বা পাকা বাড়ি খুঁজে নিন।
১১১৫
সতর্ক থাকুন ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ ও তার ধারালো অংশের ব্যাপারে।