মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন দীপক কর। কলেজ সার্ভিস কমিশন (সিএসসি)-র চেয়ারম্যান ছিলেন তিনি। প্রায় দু’বছর অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পালন করে সরলেন সুশান্ত চক্রবর্তী। ২০২৩ সালের ১৭ জুলাই থেকে তিনি উপাচার্যের দায়িত্বভার সামলাচ্ছিলেন।
দু’মাস আগে রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ে শেষ উপাচার্যের নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর মেদিনীপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ হল। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। রাজ্যের মোট বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৬টি। এখনও ১৭টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নিয়োগ বাকি রয়েছে। বস্তুত, আগামী ১৯ মার্চ সুপ্রিম কোর্টে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন:
অন্য দিকে, ২০১৮ সালে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ না পাওয়া মেধাতালিকাভুক্ত বঞ্চিত প্রার্থীরা দীপকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিয়েছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে সেই চিঠিতে দাবি করা হয় পার্থ-সহ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক, রাজ্যের উচ্চশিক্ষা দফতর, কলেজ সার্ভিস কমিশনের বিভিন্ন আধিকারিক এবং ইন্টারভিউ বোর্ডের কয়েক জন সদস্য সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত।