যাদবপুর-কাণ্ডের পরে বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএমের দফতরে তৃণমূল ছাত্র পরিষদের হামলার প্রতিবাদে সোমবার বারুইপুর পুলিশ জেলার সুপারের দফতরের সামনে বিক্ষোভ করল সিপিএম। বারুইপুরের রেলমাঠ থেকে পুলিশ জেলা সুপারের দফতর পর্যন্ত মিছিল ছিল তাদের।
প্রতিবাদ মিছিলে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, বর্ষীয়ান নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ অন্যেরা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী বলেন, ‘‘কালের নিয়মে চাকা ঘুরবে। সেই দিন কী হবে? আবার জেলা সিপিএমের দফতরে হাত লাগালে কী হবে, বারুইপুরে বুঝে নিতে হবে!’’ সুজনের হুঁশিয়ারি, ‘‘যে সব তোলাবাজেরা তৃণমূল কংগ্রেসের দফতরে ঢুকতে পারে না, তারা সিপিএমের দফতরে এসে তালা ঝুলিয়েছে! নির্দিষ্ট অভিযোগ করার পরেও পুলিশ এখনও কোনও পদক্ষেপ করেনি। পুলিশ ব্যবস্থা না-নিলে ভবিষ্যতে মানুষ বুঝে নেবেন, এ সব অসভ্যতা চলবে না!’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)