দীপঙ্কর ভট্টাচার্য। —ফাইল চিত্র।
সদ্যসমাপ্ত লোকসভা ভোটে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা ও সরাসরি বামপন্থীদের সমর্থন করার কথা শোনা যায়নি সিপিআই (এম-এল) লিবারেশনের কাছ থেকে। কিন্তু লোকসভা ভোটের পরে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এই চারটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে ‘বিজেপিকে একটিও ভোট নয়, তৃণমূলের অপশাসনকে একটুও ছাড় নয়’, এমন স্লোগানকে সামনে রেখে তারা বাম-গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করার কথা জানাল। মৌলালি যুব কেন্দ্রে দলের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে লিবারেশন। সেই সঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ‘অপশাসনে’র বিরুদ্ধে রাজ্য জুড়ে বাম-গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আগামী দিনের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। কলকাতায় বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যও। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গে বামপন্থী ভোট বামপন্থাতেই ফিরবে, তা নিয়েই বিজেপি আতঙ্কিত।” এর পরেই কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন দলের উদ্দেশে তাঁর তোপ, “দুর্নীতির প্রশ্নে মানুষের চোখে তৃণমূল ও বিজেপিকে আলাদা করার কোনও ব্যাপার নেই। তৃণমূল যদি ১৯ হয়, বিজেপি ২০-২২!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy