Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Coronavirus in West Bengal

উত্তর ২৪ পরগনায় অতি স্পর্শকাতর এলাকা কোনগুলি, তা দেখে নিন

করোনা-সংক্রমণের মাত্রা অনুযায়ী কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের এই চার জেলাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। সংক্রমণের মাত্রা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার কোন এলাকা অতি স্পর্শকাতর বা কনটেনমেন্ট জোন, সোমবার সেই তালিকা প্রকাশ করেছে নবান্ন। দেখে নিন, কোন এলাকাগুলি সেই তালিকায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০০:৪৮
Share: Save:
০১ ১৮
করোনা-সংক্রমণের মাত্রা অনুযায়ী কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের এই চার জেলাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। সংক্রমণের মাত্রা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার কোন এলাকা অতি স্পর্শকাতর বা কনটেনমেন্ট জোন, সোমবার সেই তালিকা প্রকাশ করেছে নবান্ন। দেখে নিন, কোন এলাকাগুলি সেই তালিকায় রয়েছে। ছবি: পিটিআই।

করোনা-সংক্রমণের মাত্রা অনুযায়ী কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের এই চার জেলাকে রেড জোন হিসাবে ঘোষণা করেছে কেন্দ্র। সংক্রমণের মাত্রা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার কোন এলাকা অতি স্পর্শকাতর বা কনটেনমেন্ট জোন, সোমবার সেই তালিকা প্রকাশ করেছে নবান্ন। দেখে নিন, কোন এলাকাগুলি সেই তালিকায় রয়েছে। ছবি: পিটিআই।

০২ ১৮
দক্ষিণ দমদম পুরসভা: দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এনএন রোড, ৩০ নম্বর ওয়ার্ডের লেকটাউন ব্লক বি কলকাতা ৮৯, ৩৩ নম্বর ওয়ার্ডের গোলাঘাটা রোড, লেকটাউন, ৩৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণদারি রোড, ২৫ নম্বর ওয়ার্ডের গোরক্ষবাসী রোড, নাগেরবাজার, ২৬ নম্বর ওয়ার্ডের কবি ভারত চন্দ্র রোড

দক্ষিণ দমদম পুরসভা: দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের এনএন রোড, ৩০ নম্বর ওয়ার্ডের লেকটাউন ব্লক বি কলকাতা ৮৯, ৩৩ নম্বর ওয়ার্ডের গোলাঘাটা রোড, লেকটাউন, ৩৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণদারি রোড, ২৫ নম্বর ওয়ার্ডের গোরক্ষবাসী রোড, নাগেরবাজার, ২৬ নম্বর ওয়ার্ডের কবি ভারত চন্দ্র রোড

০৩ ১৮
বরাহনগর পুরসভা: ১১ নম্বর ওয়ার্ডের নিয়োগী পাড়া রোড, ১ নম্বর ওয়ার্ডের বিক্রম সুপার মার্কেট, বিটি রোড, ২৯ নম্বর ওয়ার্ডের নন্দকুমার রোড

বরাহনগর পুরসভা: ১১ নম্বর ওয়ার্ডের নিয়োগী পাড়া রোড, ১ নম্বর ওয়ার্ডের বিক্রম সুপার মার্কেট, বিটি রোড, ২৯ নম্বর ওয়ার্ডের নন্দকুমার রোড

০৪ ১৮
কামারহাটি পুরসভা: ১৭ নম্বর ওয়ার্ডের রথতলা, ১৬ নম্বর ওয়ার্ডের ক্লাব টাউন হাইটস, বেলঘরিয়া, রথতলা, ২১ নম্বর ওয়ার্ডের ওল্ড নিমতা রোড, ২৫ নম্বর ওয়ার্ডের জগন্ত পল্লি, দেশপ্রিয় নগর, ২৬ নম্বর ওয়ার্ডের রানি পার্ক, ১৮ নম্বর ওয়ার্ডের শরৎ পল্লি

কামারহাটি পুরসভা: ১৭ নম্বর ওয়ার্ডের রথতলা, ১৬ নম্বর ওয়ার্ডের ক্লাব টাউন হাইটস, বেলঘরিয়া, রথতলা, ২১ নম্বর ওয়ার্ডের ওল্ড নিমতা রোড, ২৫ নম্বর ওয়ার্ডের জগন্ত পল্লি, দেশপ্রিয় নগর, ২৬ নম্বর ওয়ার্ডের রানি পার্ক, ১৮ নম্বর ওয়ার্ডের শরৎ পল্লি

০৭ ১৮
উত্তর দমদম পুরসভা: ১৯ নম্বর ওয়ার্ডের বিরাটি, খলিশাকোটা পল্লি, ৩২ নম্বর ওয়ার্ডের বিষড়পাড়া গাজিবাড়ি মোড়, বিরাটি, এম এ সরণি, ২৪ নম্বর ওয়ার্ডের শিবাচল রোড, ১১ নম্বর ওয়ার্ডের নিমতা, গোলবাগান, কে কে রানি দাস রোড, ১০ নম্বর ওয়ার্ডের কবি সত্যেন বসু রোড, ১২ নম্বর ওয়ার্ডের বিরাটি, নিমতা, পাঠানপুর, ২৭ নম্বর ওয়ার্ডের অংশবিশেষ, ২৮ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিপুর (গাঙ্গুলিবাড়ির নিকটে), নিমতা

উত্তর দমদম পুরসভা: ১৯ নম্বর ওয়ার্ডের বিরাটি, খলিশাকোটা পল্লি, ৩২ নম্বর ওয়ার্ডের বিষড়পাড়া গাজিবাড়ি মোড়, বিরাটি, এম এ সরণি, ২৪ নম্বর ওয়ার্ডের শিবাচল রোড, ১১ নম্বর ওয়ার্ডের নিমতা, গোলবাগান, কে কে রানি দাস রোড, ১০ নম্বর ওয়ার্ডের কবি সত্যেন বসু রোড, ১২ নম্বর ওয়ার্ডের বিরাটি, নিমতা, পাঠানপুর, ২৭ নম্বর ওয়ার্ডের অংশবিশেষ, ২৮ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিপুর (গাঙ্গুলিবাড়ির নিকটে), নিমতা

০৮ ১৮
ভাটপাড়া পুরসভা: ৮ নম্বর ওয়ার্ডের বিএল নম্বর ৫, হোল্ডিং নং ৬/২, পুলিশ স্টেশন, কাকিনাড়া, ১০ নম্বর ওয়ার্ডের সিঁথির পাড়া রোড

ভাটপাড়া পুরসভা: ৮ নম্বর ওয়ার্ডের বিএল নম্বর ৫, হোল্ডিং নং ৬/২, পুলিশ স্টেশন, কাকিনাড়া, ১০ নম্বর ওয়ার্ডের সিঁথির পাড়া রোড

০৯ ১৮
পানিহাটি পুরসভা: ১০ নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর, আগরপাড়া, ২৭ নম্বর ওয়ার্ডের প্রসন্ন চ্যাটার্জি রোড, ঘোলা

পানিহাটি পুরসভা: ১০ নম্বর ওয়ার্ডের মহাজাতিনগর, আগরপাড়া, ২৭ নম্বর ওয়ার্ডের প্রসন্ন চ্যাটার্জি রোড, ঘোলা

১০ ১৮
উত্তর ব্যারাকপুর পুরসভা: ২২ নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া, মণিরামপুর, ব্যারাকপুর, ১৯ নম্বর ওয়ার্ডের আউটপোস্ট রোড, নয়াপল্লি (মণিরামপুরের নিকটে)

উত্তর ব্যারাকপুর পুরসভা: ২২ নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া, মণিরামপুর, ব্যারাকপুর, ১৯ নম্বর ওয়ার্ডের আউটপোস্ট রোড, নয়াপল্লি (মণিরামপুরের নিকটে)

১১ ১৮
বারাসত পুরসভা: ১৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর, ৩ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন, (লালী সিনেমা হলের বিপরীতে)

বারাসত পুরসভা: ১৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর, ৩ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন, (লালী সিনেমা হলের বিপরীতে)

১২ ১৮
মধ্যমগ্রাম পুরসভা: ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেলনগর, (মধুসূদন লেকের বিপরীতে), ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বঙ্কিমপল্লি, 
৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুর, তুতেপাড়া

মধ্যমগ্রাম পুরসভা: ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেলনগর, (মধুসূদন লেকের বিপরীতে), ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বঙ্কিমপল্লি, ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুর, তুতেপাড়া

১৩ ১৮
হাবড়া পুরসভা: ১৯ নম্বর ওয়ার্ডের হাবড়া সমিতি রোড

হাবড়া পুরসভা: ১৯ নম্বর ওয়ার্ডের হাবড়া সমিতি রোড

১৪ ১৮
বিধাননগর পুরসভা:  ৩ নম্বর ওয়ার্ডের অ্যাপোলো নার্সিং হোম, গোপালপুর, বটতলা, নারায়ণপুর, ৯ নম্বর ওয়ার্ডের মনশিবতলা, দেবালয় অ্যাপার্টমেন্ট, রঘুনাথপুর, ৬ নম্বর ওয়ার্ডের নিশিকানন, তেঘরিয়া, ঢালিপাড়া, চিনার পার্ক, চার্নক হাসপাতাল তেঘরিয়া, শীতলা মন্দির, ৭ নম্বর ওয়ার্ডের কৈখালি মন্ডলগান্তি, হলদিরাম, তেঘরিয়া সেকেন্ড লেন, ১১ নম্বর ওয়ার্ডের তেঘরিয়া সেকেন্ড লেন (তরুণ সংঘ ক্লাবের নিকট), ৩২ নম্বর ওয়ার্ডের করুণাময়ী, সল্টলেক, ৩৩ নম্বর ওয়ার্ডের এফডি ব্লক, সল্টলেক, ১৯৭, জিসি ব্লক সল্টলেক, ৪১ নম্বর ওয়ার্ডের এডি ব্লক, সল্টলেক, কলকাতা ৯১

বিধাননগর পুরসভা: ৩ নম্বর ওয়ার্ডের অ্যাপোলো নার্সিং হোম, গোপালপুর, বটতলা, নারায়ণপুর, ৯ নম্বর ওয়ার্ডের মনশিবতলা, দেবালয় অ্যাপার্টমেন্ট, রঘুনাথপুর, ৬ নম্বর ওয়ার্ডের নিশিকানন, তেঘরিয়া, ঢালিপাড়া, চিনার পার্ক, চার্নক হাসপাতাল তেঘরিয়া, শীতলা মন্দির, ৭ নম্বর ওয়ার্ডের কৈখালি মন্ডলগান্তি, হলদিরাম, তেঘরিয়া সেকেন্ড লেন, ১১ নম্বর ওয়ার্ডের তেঘরিয়া সেকেন্ড লেন (তরুণ সংঘ ক্লাবের নিকট), ৩২ নম্বর ওয়ার্ডের করুণাময়ী, সল্টলেক, ৩৩ নম্বর ওয়ার্ডের এফডি ব্লক, সল্টলেক, ১৯৭, জিসি ব্লক সল্টলেক, ৪১ নম্বর ওয়ার্ডের এডি ব্লক, সল্টলেক, কলকাতা ৯১

১৫ ১৮
ব্যারাকপুর পুরসভা: ৫ নম্বর ওয়ার্ডের সাধু মুখার্জি রোড

ব্যারাকপুর পুরসভা: ৫ নম্বর ওয়ার্ডের সাধু মুখার্জি রোড

১৬ ১৮
নৈহাটি পুরসভা: ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রশেখর রায় রোড, গরিফা

নৈহাটি পুরসভা: ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রশেখর রায় রোড, গরিফা

১৭ ১৮
বাদুরিয়া ব্লক: চাদিপুর ব্লকের চাদিপুর, বাদুরিয়া

বাদুরিয়া ব্লক: চাদিপুর ব্লকের চাদিপুর, বাদুরিয়া

১৮ ১৮
রাজারহাট ব্লক: আর-বি ২ ব্লকের আর-বি ২, রাজারহাট

রাজারহাট ব্লক: আর-বি ২ ব্লকের আর-বি ২, রাজারহাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy