চলছে জীবাণুমক্ত করার কাজ।—ছবি এএফপি।
করোনায় আরও সাত জনের মৃত্যু হল রাজ্যে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু করোনার কারণে মৃতের সংখ্যা ৭২ থেকে বেড়ে হয়েছে ৭৯। করোনার পাশাপাশি কো-মর্বিডিটি রয়েছে এমন কোভিড পজ়িটিভ রোগীর মৃত্যুর সংখ্যা ৭২-ই রয়েছে। সব মিলিয়ে করোনাভাইরাসের প্রকোপে মৃতের সংখ্যা হল ১৫১। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৫৪৮।
গত কয়েক দিনের মতো এ দিনও মৃতদের বেশিরভাগই কলকাতার বাসিন্দা। সেই সংখ্যাটা পাঁচ। বাকি দু’জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের নিরিখে কলকাতার তুলনায় এগিয়ে রয়েছে হাওড়া। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন, হাওড়ায় ৩৫ জন। এ ছাড়া, উত্তর ২৪ পরগনায় ১৮, বীরভূমে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ২ এবং মালদহে এক জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বাকি তিন জন আক্রান্তকে অন্য রাজ্যের বাসিন্দা হিসাবে করোনা-বুলেটিনে দেখানো হয়েছে।
কলকাতা, হাওড়ার পরে যে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা হল উত্তর ২৪ পরগনা। এ দিন রাজ্যে কন্টেনমেন্ট এলাকার সংখ্যা যে ৫৬১ থেকে বেড়ে ৫৬৮ হয়েছে, তারও মূলে উত্তর ২৪ পরগনা। নতুন যুক্ত হওয়া সাতটি কন্টেনমেন্ট এলাকাই ওই জেলায়।
আরও পড়ুন: আটকে পড়াদের জন্য ই-পাস রাজ্যের, আবেদন কী ভাবে জেনে নিন
এ দিনের আক্রান্তদের মধ্যে কলকাতা পুলিশের তিন জন কর্মী রয়েছেন। তাঁরা হলেন, জোড়াসাঁকো থানার এক এসআই, ময়দান থানার এক এএসআই এবং মানিকতলার এক মহিলা সাব ইনস্পেক্টর। পাশাপাশি, প্রগতি ময়দান থানার এক আধিকারিকের স্ত্রীর নমুনা রিপোর্টও পজ়িটিভ এসেছে। তবে ওই থানার যে সব পুলিশকর্মীর লালারসের নমুনা পাঠানো হয়েছিল, তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। কেপিসি মেডিক্যাল কলেজে সম্প্রতি তিন জন প্রসূতির করোনা ধরা পড়েছিল। তাঁদের সংস্পর্শে আসা ৪০ জন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীকে কোয়রান্টিনে রাখা হয়েছে। আগামী শনিবার তাঁদের নমুনা পরীক্ষা করানোর কথা।
আরও পড়ুন: কোটা থেকে ফিরে আক্রান্ত হাওড়ার ছাত্রী
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy