Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
Coronavirus in West Bengal

রাজ্যে এক দিনে করোনায় মৃত ২১ জন, আক্রান্ত ৮৯৫

জুলাইয়ে করোনার দাপট বাড়ার পূর্বাভাস ছিলই। এ দিন পর্যন্ত রাজ্যের যা পরিসংখ্যান, বেশ কয়েকটি মাপকাঠিতে সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০৪:৪৫
Share: Save:

করোনা সংক্রমণে দেশ যদি রেকর্ড গড়ে, বাংলাও নেই পিছিয়ে!

রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবারের কোভিড বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৮৯৫ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে! শুক্রবার এক দিনে ৬৬৯ জনের দেহে ওই মারণ ভাইরাসের অস্তিত্ব মেলে, সেটা ছিল রাজ্য এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। পরের দিন সেই সংখ্যা হয় ৭৪৩। আর এ দিন তা কার্যত ন’‌শোর ঘর ছুঁয়ে ফেলেছে। শুধু সংক্রমণ নয়, করোনা পজ়িটিভ রোগীর প্রাণহানিতেও রেকর্ড ভাঙার ধারা অব্যাহত। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ১৮। ওই দিন পর্যন্ত সেটাই ছিল রাজ্যে এক দিনে মৃতের সর্বাধিক সংখ্যা। শনিবার ১৯ এবং রবিবার গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে। এক দিনে সংক্রমণ ও মৃত্যু, দু’টি বিষয়েই রেকর্ড ভেঙে দিল পশ্চিমবঙ্গ।

জুলাইয়ে করোনার দাপট বাড়ার পূর্বাভাস ছিলই। এ দিন পর্যন্ত রাজ্যের যা পরিসংখ্যান, বেশ কয়েকটি মাপকাঠিতে সেটা বিশেষ তাৎপর্যপূর্ণ। ২৪ জুন রাজ্যে এক দিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৪৫। এ দিনের বুলেটিন বলছে, ১১ দিনের মাথায় পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ছ’‌শোর ঘর থেকে আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলেছে ন’‌শোর ঘর। রবিবারের সংখ্যা (৭৪৩) এক রেখে আরও ১৫০ কেস যুক্ত হয়ে ন’‌শোর গণ্ডি স্পর্শ করাটাও রেকর্ড।

বঙ্গে আক্রান্ত ২২,১২৬
অ্যাক্টিভ রোগী ৬৬৫৮
২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৫
২৪ ঘণ্টায় মৃত ২১
মোট মৃত ৭৫৭
কো-মর্বিডিটির কারণে মৃত ৫৯১

(সূত্র: রাজ্য সরকার)

জেলার ছবিতেও ব্যতিক্রম ঘটেনি। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি রুটে সংক্রমণের হার যে বাড়ছে, অনেক আগেই তার আভাস পেয়েছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারা। এ দিন দেখা যায়, মৃত্যুর নিরিখে কলকাতার সঙ্গে উত্তর ২৪ পরগনা একই স্থানে। দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এক দিনে আক্রান্তের নিরিখেও উত্তর ২৪ পরগনা এ দিন পৌঁছে গিয়েছে কলকাতার কাছাকাছি। কলকাতায় ২৪৪ জনের করোনা ধরা পড়েছে, উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ২১৪। এই প্রথম দু’‌শোর গণ্ডি অতিক্রম করল উত্তর ২৪ পরগনা।

আরও পড়ুন: টিকা কবে? গবেষকের লেখা ওড়াল সরকার

স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশের বক্তব্য, গুণমানের শর্তাবলি পূরণ না-করার অভিযোগে নিউ টাউনের একটি বেসরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার কাজ বন্ধ আছে। সেই ল্যাবে পরীক্ষা চালু থাকলে কলকাতা সংলগ্ন ওই জেলায় আক্রান্তের সংখ্যা আরও বাড়ত বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের একাংশ। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের সূচক ঊর্ধ্বমুখী। শনিবার অল্পের জন্য সেঞ্চুরি (৯৭) হাতছাড়া হয়েছিল দক্ষিণের। এ দিন দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ১১৮। বেশ কিছু দিন বিরতির পরে সংক্রমণ বাড়ছে হুগলিতেও। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬২ জনের দেহে করোনা ধরা পড়েছে। হাওড়ায় আক্রান্তের সংখ্যা (১১১) রয়েছে একশোর ঘরেই। উত্তরবঙ্গে সংক্রমণের ধারাবাহিকতা বজায় রয়েছে দার্জিলিং এবং মালদহে।

আরও পড়ুন: করোনা আক্রান্তে রাশিয়াকে ছাপিয়ে ভারত তিনে

এ দিন আক্রান্তদের মধ্যে আছেন বিধাননগর পুলিশের ডিসি পদমর্যাদার এক কর্তা। এর আগেও বিধাননগরের বিভিন্ন থানার কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ক্ষেত্রে সংক্রমণের ধারা অব্যাহত। নীলরতন সরকার হাসপাতালের এক চিকিৎসক এবং তিন জন কর্মীর পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজের দু’জন কর্মী করোনায় আক্রান্ত। খাস স্বাস্থ্য ভবনে আগেই দুই কর্মীর সংক্রমণ ধরা পড়েছিল। সেখানকার স্বাস্থ্যসাথী ভবনের আরও দুই কর্মীর দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Death COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy