Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Coronavirus in West Bengal

রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল, স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার

এ দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩১ জন, যা এখনও অবধি সর্বোচ্চ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২০ ২১:৩৬
Share: Save:

টানা ৬ দিন ধরে রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ পেরিয়ে গেল। মঙ্গলবার সব গণ্ডি পেরিয়ে সর্বোচ্চ অঙ্ক স্পর্শ করে ফেলল দৈনিক সংক্রমণের সংখ্যা। সেই সঙ্গে আশঙ্কা বাড়াচ্ছে সংক্রমণের হারও। সব মিলিয়ে উৎসবের মরসুমে সংক্রমণের বাড়বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে। তবে এই পরিস্থিতিতে আশা জাগাচ্ছে সুস্থতার হার।

রাজ্যে রোজই একটু একটু করে বাড়ছে করোনা সংক্রমণ। এ দিন তার চেহারাটা কিছুটা হলেও অস্বস্তি খানিকটা বাড়িয়ে দিল। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এ দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩১ জন, যা এখনও অবধি সর্বোচ্চ।

অবশ্য অতিমারিকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ৬৫ হাজার ২৮৮ জন। এ দিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৯৮৮। রাজ্যে সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ, যা কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে।

অবশ্য অতিমারিকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ৬৫ হাজার ২৮৮ জন। এ দিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ১৮৫ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৯৮৮। রাজ্যে সুস্থতার হার ৮৭.৮৪ শতাংশ, যা কিছুটা হলেও স্বস্তি জোগাচ্ছে।

(গ্রাফের উপর হোভার টাচ করলে দিনের পরিসংখ্যান দেখা যাবে)

আরও পড়ুন: চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র, খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট

গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার রাজ্যে মৃত্যু হয়েছিল ৬৩ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ৬২ জন। এই নিয়ে রাজ্যে করোনায় মৃত্যু হল ৫ হাজার ৭৪৪ জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৮ জন, উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এ ছাড়া হাওড়ায় ৮ জন এবং হুগলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। ৩ জন প্রাণ হারিয়েছেন জলপাইগুড়িতেও।

সামনেই দুর্গাপুজো। বাঙালির এই মহোৎসবে কাঁটা হয়ে দেখা দিয়েছে করোনা। শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার সতর্কতা হটিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে ভিড় দেখা যাচ্ছে। আশঙ্কা, এমনটা চললে পুজোর পর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।
 

সামনেই দুর্গাপুজো। বাঙালির এই মহোৎসবে কাঁটা হয়ে দেখা দিয়েছে করোনা। শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার সতর্কতা হটিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে ভিড় দেখা যাচ্ছে। আশঙ্কা, এমনটা চললে পুজোর পর সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত রোনাল্ডো, জানাল পর্তুগিজ ফুটবল ফেডারেশন

রাজ্যে এ দিন করোনা সংক্রমণের হার গত কালকের থেকে সামান্য কমে হয়েছে ৮.৬০ শতাংশ। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। প্রতি দিন যত জনের কোভিড টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। এই হার যত নিম্নমুখী হবে, ততই স্বস্তিদায়ক।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৬ জন। কলকাতায় ওই সময়ে আক্রান্তের সংখ্যা ৭২৮। এ ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় করোনা সংক্রমণের চিত্রটা এমন— দক্ষিণ ২৪ পরগনা (২২১), হুগলি (২২৪), হাওড়া (২০৩), পশ্চিম বর্ধমান (৮৭), পূর্ব বর্ধমান (৮৬), পূর্ব মেদিনীপুর (১২৫), পশ্চিম মেদিনীপুর (১৬৫), বাঁকুড়া (৮৮), পুরুলিয়া (৪৯), ঝাড়গ্রাম (৪১), বীরভূম (৯৩), নদিয়া (১৪৬) ও মুর্শিদাবাদ (৮১)। এ ছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (৭০), কোচবিহার (৬৭), দার্জিলিং (১০৭), জলপাইগুড়ি (১২১), উত্তর দিনাজপুর (৪৭)-এ দক্ষিণবঙ্গের তুলনায় করোনার প্রকোপ অনেকটা কম।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৭৫৬ জন। কলকাতায় ওই সময়ে আক্রান্তের সংখ্যা ৭২৮। এ ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় করোনা সংক্রমণের চিত্রটা এমন— দক্ষিণ ২৪ পরগনা (২২১), হুগলি (২২৪), হাওড়া (২০৩), পশ্চিম বর্ধমান (৮৭), পূর্ব বর্ধমান (৮৬), পূর্ব মেদিনীপুর (১২৫), পশ্চিম মেদিনীপুর (১৬৫), বাঁকুড়া (৮৮), পুরুলিয়া (৪৯), ঝাড়গ্রাম (৪১), বীরভূম (৯৩), নদিয়া (১৪৬) ও মুর্শিদাবাদ (৮১)। এ ছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (৭০), কোচবিহার (৬৭), দার্জিলিং (১০৭), জলপাইগুড়ি (১২১), উত্তর দিনাজপুর (৪৭)-এ দক্ষিণবঙ্গের তুলনায় করোনার প্রকোপ অনেকটা কম।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

অন্য বিষয়গুলি:

Coronavirus in West Bengal Covid Death Covid Infection Coronavirus in Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy