Coronavirus in West Bengal: Mamata Banerjee govt releases list of containment zones in Howrah dgtl
Coronavirus in West Bengal
হাওড়ায় কোন কোন পাড়া স্পর্শকাতর, তালিকা দিল রাজ্য
হাওড়া জেলার কোন কোন এলাকাগুলি অতি স্পর্শকাতর, তা দেখে নিন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৯:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
রাজ্যের চারটি জেলাকে রেড জোন হিসাবে আগেই চিহ্নিত করা হয়েছিল। এ বার ওই চার জেলার কোন কোন এলাকা অতি স্পর্শকাতর, তার একটি তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এর মধ্যে হাওড়া নিয়ে শুরু থেকেই উদ্বিগ্ন ছিল প্রশাসন। এ দিন তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে সেখানকার ২২টি ওয়ার্ডের ৪৩টি জায়গাকে অতি সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে।
০২১০
হাওড়া জেলার কোন কোন এলাকাগুলি অতি স্পর্শকাতর, তা দেখে নিন এক এক নজরে—
০৩১০
হাওড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের দুই এলাকা, ব্যানার্জি বাগান লেন এবং ফকির পাঠক লেনকে অতিসংবেদশীল জায়গা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের থেকে কালুপাড়া লেন এবং শ্রী অরবিন্দ রোড অতিসংবেদনশীল জায়গা।
৪১ নম্বর ওয়ার্ডের ক্যারি রোড, ৫৯ নম্বর ওয়ার্ডের কাশি মণ্ডল লেন, ঘুসুড়ি, ৬০ নম্বর ওয়ার্ডের গিরিশ ঘোষ রোড ঘুসুড়ি এবং ৪ নম্বর ওয়ার্ডের ভট্টনগর এই তালিকায় রয়েছে।
০৯১০
হাওড়া গ্রামীণ এলাকার একাধিক জায়গাকেও অতি সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, ২৭ নম্বর উলুবেড়িয়া পুরসভার আরপিএফ ব্যারাক, বাগনান-২-র ভিলেজ সাহারা, বালি জগাছার সিআর দাস সরণী, ঘোষ পাড়া, দক্ষিণ চাকপাড়া , ঝাউতলা, ডোমজুড়ের বাল্টিকুড়ি ইএসআই হাউজিং কমপ্লেক্স এবং ওয়াদিপুর।
১০১০
এ ছাড়াও রয়েছে জগৎবল্লভপুররে একবরপুর, লস্করপুর, সাঁকরাইলের উত্তর ধূলাগড় মল্লিকপাড়া, পঞ্চপাড়া, ভিলেজ নলপুর এবং ভিলেজ জয়নগর।