গ্রাফিক: সনৎ সিংহ।
মঙ্গলবারের পর বুধবার আবার বাড়ল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় এক লাফে সাড়ে ৫০০ ছাড়াল নতুন সংক্রমণ। কলকাতাতেও ৩০০ পার। এ ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জেলায় দৈনিক আক্রান্ত ১০০-র গণ্ডি ছাড়াল বুধবার। সংক্রমণের হারও বেড়ে সাড়ে চার শতাংশ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়ল রাজ্যে।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭২৩ জন। কলকাতায় আক্রান্ত ৩২৪ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় কলকাতাকে আবার ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন। তবে হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে।
দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে দৈনিক সংক্রমণ আবার ১০০ ছাড়াল। উত্তরবঙ্গের দার্জিলিঙে দৈনিক আক্রান্ত বেড়ে হয়েছে ১৩৫। মালদহ, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারেও বেড়েছে।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মারা গিয়েছেন ৮ জন, কলকাতায় ৭ জন এবং উত্তর ২৪ পরগনায় ৬ জন। বুধবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন।
রাজ্যে সংক্রমণের হার আবার বেড়ে হয়েছে ৪.৬১ শতাংশ। বুধবার রাজ্যের সব জেলাতেই সংক্রমণের হার ১০ শতাংশের নীচে। তার মধ্যে সব চেয়ে বেশি রয়েছে মালদহ এবং উত্তর ২৪ পরগনায়। প্রায় সাত শতাংশ। কলকাতায় ৫.৮৪ শতাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy